বিয়ের জন্য মাঠে নেই কোচ!
ইংলিশ ন্যাশনাল লিগের ডার্লিংটন-হালিফাক্স ম্যাচ চলছে। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মাঝেই ডার্লিংটন ভক্তরা খেয়াল করলেন, তাদের দলের ম্যানেজারই মাঠে উপস্থিত নেই! কিন্তু এরকম তো সচরাচর হয়না, কোথায় গেলেন তিনি? একটু খোঁজ নেওয়ার পর জানা গেলো, দলের ম্যানেজার মার্টিন গ্রে নাকি নিজের বিয়ের কারণেই আসেননি! এমনকি ‘বেস্ট ম্যান’ হিসেবে তাঁর সাথে বিয়েতে গিয়েছেন সহকারী কোচ ব্রায়ান অ্যাটকিন্সনও!
মনে হতে পারে, ম্যাচের দিন নিজের বিয়ের তারিখ ফেলে কাজটা কি ঠিক করলেন দলের কোচ? ৪৫ বছর বয়সী গ্রের অবশ্য করার কিছুই ছিল না। এই বিয়ের দিন তো প্রায় ২ বছর আগেই ঠিক করে রেখেছিলেন তিনি এবং তাঁর প্রেমিকা জিল। তখন ডার্লিংটন অন্য বিভাগে খেলত, তাই ম্যাচের দিন বিয়ে পড়ে যাবে এটা ভাবেননি। গতমাসে এই অবস্থা দেখে হালিফক্সকে অনুরোধও করেছিলেন ম্যাচটা ভিন্ন দিন আয়োজন করতে, তবে তাঁর অনুরোধ রাখা হয়নি। ফলে ম্যাচের সময় দলের দায়িত্ব পালন করতে হয়েছে কোচ শন গ্রেগান এবং প্রধান স্কাউট হ্যারি ডানকে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
বিয়ের সব প্রস্তুতি নিয়ে ফেলায় তারিখ পরিবর্তনের উপায় একেবারেই ছিল না বলে জানিয়েছেন গ্রে, “আসলে বিয়ের দিনটা পরিবর্তন করার উপায় ছিল না। আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পারবে।” ম্যাচের আগে তিনি ফুটবলারদের সাথে কথাও বলে এসেছিলেন, “আশা করেছিলাম ম্যাচটা আমরা জিতবো। বিবাহিত মানুষ হিসেবে আমি চাই আমার দল ভবিষ্যতে আরও বেশি পয়েন্ট পাক।”