বরখাস্ত হলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর
‘লোধা কমিটি’ নিয়ে ভারতের বিচার বিভাগ ও বিসিসিআইয়ের মাঝে দ্বন্দ্বটা চলছিল অনেকদিন থেকেই। ভারতের ক্রিকেটে আমূল পরিবর্তন আনা এবং দুর্নীতি প্রতিরোধের জন্যই বিচারপতি রাজেন্দ্র মাল লোধার নেতৃত্বে গঠন করা এই কমিটির সাথে কখনোই বনিবনা হয়নি বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের। শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি অনুরাগ, আজ সকালে সুপ্রিম কোর্টের এক আদেশে তাঁকে বিসিসিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সেক্রেটারি অজয় সিকরেকেও সরিয়ে দেওয়া হবে।
আজ সকালে দিল্লীতে এক শুনানি শেষে আদালতের এই সিদ্ধান্তের কথা জানান বিচারপতি লোধা, “এটা একটা আইনি বিষয়। তাদেরকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেটা তারা অমান্য করেছেন। তাই এটা অবশ্যম্ভাবী ছিল। এটা ক্রিকেটেরই জয়। কর্মকর্তারা আসবে যাবে, কিন্তু খেলা তার আপন গতিতে চলতে থাকবে।”
আগামী ১৯ জানুয়ারি বিসিসিআইয়ের নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গোপাল সুব্রামনিয়াম এবং ফলি নারিমান। পদচ্যুত হওয়ার পর অনুরাগ ঠাকুরের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।