সেই দুই টেস্ট খেলতে এবার আসছে অস্ট্রেলিয়া
অবশেষে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, বড় কোন ঘটনা না ঘটলে মোটামুটি নিশ্চিতভাবেই এই বছরের শেষে দিকে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল।
২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। তবে নিরাপত্তা ঝুঁকির জন্য সেই সফর বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড। শুধু জাতীয় দল নয়, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া। অক্টোবরের সেই ম্যাচ দুটি কবে এই নিয়ে চলছিল জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত সাদারল্যান্ডের ঘোষণায় আশার আলো দেখতে পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, “এই বছর বাংলাদেশ সফর করার সম্ভাবনা অনেক বেশি। গত বছরের শেষে আমরা দেখেছি ইংল্যান্ড সেখানে গিয়ে সিরিজ খেলে এসেছে। নিরাপত্তা ব্যবস্থাও দারুণ ছিল। আসলে আমরা দশ দিন আগে আমাদের নিরাপত্তা বিশ্লেষক শন ক্যারলকে সেখানে পাঠিয়েছি সেখানকার অবস্থা পর্যবেক্ষণের জন্য।”
তবে সফরে আসার আগ পর্যন্ত এই পর্যবেক্ষণ চালিয়ে যাবেন বলেও জানান সাদারল্যান্ড, “এই সময়ের মাঝে যেকোনো কিছুই হতে পারে। আমরা আমাদের পর্যবেক্ষণ চালিয়ে যাবো। তবে আমরা এরই মাঝে বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট। এই মুহূর্তে আমরা আশা করছি, সেখানে গিয়ে দুটি টেস্ট খেলব।”
কখন হবে এই সিরিজ? সাদারল্যান্ড অবশ্য নির্দিষ্ট করে সময়টা জানাননি, তবে আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বরে আসতে পারে অজিরা। ২০০৬ সালের পর বাংলাদেশে আর কোনো টেস্ট খেলেনি তারা। এই সফরটাকে তাই গুরুত্বের সাথেই দেখছেন সাদারল্যান্ড, “আমি মনে করি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাছে নিরাপত্তা সবার আগে। আমরা এসবের কথা ভেবেই সেবার ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরাই একমাত্র দেশ যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল পাঠাইনি। এটা নিতে আমাদের ওপরে কিছুটা চাপও ছিল। তবে নিরাপত্তার ব্যাপারে আমরা সন্তুষ্ট হলেই সফরে যাবে দল। আমরা এটাই চাই।”