'ধোনিকে সরে দাঁড়াতে বাধ্য করা হয় নি'
আচমকাই কেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি তা নিয়ে ক্রিকেট দুনিয়ায় কৌতূহলের কমতি নেই। দেশটির প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস ইতোমধ্যেই খবর প্রকাশ করেছে, স্বেচ্ছায় সরে যান নি ধোনি, বরং তাঁকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তবে গণমাধ্যমটির এমন দাবী উড়িয়ে দিয়ে ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলছেন, এ সবই মিথ্যা রটনা।
স্থানীয় আরেকটি গণমাধ্যমের সাথে আলাপকালে মি. প্রসাদ দাবী করেন ধোনি নিজে থেকেই অব্যাহতি চেয়েছিলেন, “অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে তাঁর উপর কোনো ধরণের চাপ ছিল না। এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। রঞ্জি ট্রফির সেমিফাইনালে ঝাড়খণ্ড আর গুজরাটের মধ্যকার ম্যাচ চলাকালীন সে নিজেই আমাকে এমন সিদ্ধান্তের কথা জানায়।”
তবে ভারতের সদ্য সাবেক অধিনায়কের এমন সিদ্ধান্তকে সাধুবাদই জানাচ্ছেন প্রসাদ, “ধোনি স্পষ্ট কথার মানুষ। আর তাঁর এমন সিদ্ধান্ত কোনো চমক হয়েও আসে নি। চমৎকার একটা সময়েই সে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েছে কারণ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নেতৃত্ব দেয়ার আগে কোহলির হাতে যথেষ্ট পরিমাণ ম্যাচ থাকাটা দরকার ছিল।”
ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমএসকে প্রসাদ বলছেন, দলে ধোনির প্রয়োজনীয়তা এখনই ফুরিয়ে যায় নি। অন্তত কোহলিকে পথ দেখানোর জন্য হলেও ভারতীয় ক্রিকেট ইতিহাসের এ যাবতকালের সবচেয়ে সফল অধিনায়কটিকে আরও কিছুদিন দলে চান প্রসাদ।