পাকিস্তান সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তান ক্রিকেটের দুর্দশা যেন কিছুতেই কাটছে না। পিসিবির প্রস্তাবিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে না যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
কিছুদিন আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলার সময়সূচী ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ওই সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ আগামী ১৮ ও ১৯ মার্চে লাহোরে আয়োজন করার। প্রস্তাবটি দেওয়ার পর থেকেই ফিকার (আন্তর্জাতিক ক্রিকেটারস অ্যাসোসিয়েশন) সাথে নিরাপত্তার ব্যাপারে আলোচনা শুরু করেছিল 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারস অ্যাসোসিয়েশন'। ফিকার পক্ষ থেকে পিসিবিকে বলা হয়, এখনো পাকিস্তানে যাওয়াটা ‘যথেষ্ট নিরাপদ’ নয়। এরপরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। একই সাথে এই মাসের শেষে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য দল পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সেটাও বাতিল করা হয়েছে।
আয়ারল্যান্ড ও শ্রীলংকার পর তৃতীয় দল হিসেবে পাকিস্তান সফরে আপত্তি জানালো ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের ওপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট সিরিজ আয়োজনে একরকম নির্বাসনে আছে পাকিস্তান। দুবাইকেই নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করে আসছেন মিসবাহরা। অনেকদিন অপেক্ষার পর ২০১৫ সালে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে খেলতে লাহোরে এসেছিল। তবে ওই সফরের দ্বিতীয় ওয়ানডের সময়ও গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলা হয়।