• " />

     

    ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

    ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা    

    আগামী মাসে একমাত্র টেস্ট খেলতে ভারতে যাচ্ছে টাইগাররা। এরপরেই রয়েছে শ্রীলংকা সফর। আসন্ন দুটি সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। একই সাথে দলে ফিরেছেন নাসির হোসেন।

     

    দলে সুযোগ পাওয়া নতুনদের মাঝে আছেন আব্দুল মজিদ, আলাউদ্দিন বাবু, মেহেদী হাসান সিদ্দিকি, এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়ার পর আবারো ফিরেছেন নাসির হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন শফিউলও।

     

    প্রাথমিক দলের সদস্যরাঃ

    আব্দুল মজিদ, আনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল হাসান রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ্‌, মাশরাফি বিন মোর্তজা, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, মেহেদী হাসান সিদ্দিকি, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশিষ রায়, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহেমদ, তামিম ইকবাল ও তানবির হায়দার।