• " />

     

    ১১৯ বলে ০!

    ১১৯ বলে ০!    

    দুই ঘন্টা ব্যাট করে রানের খাতায় শূন্য! এমন বিরল এক কীর্তিই গড়ে বসেছেন নিউজিল্যান্ডের এক ক্লাব ক্রিকেটার। তবে এমন দুঃসাধ্য সাধন করেও দলের পরাজয় এড়াতে পারেন নি ওই ব্যাটসম্যান। তাঁর দল ওটাগো কান্ট্রি সাউথল্যান্ডের কাছে ম্যাচটা হেরে গেছে ২০৪ রানের বড় ব্যবধানে।

     

    হক জোন কাপের এলিমিনেশন রাউন্ডের ম্যাচটিতে সাউথল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওটাগোর জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪৫ রান। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ই দেখছিল ওটাগো। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান দলটির অধিনায়ক ফ্রেসার উইলসন। ৯ নম্বরে নামা টম মাইলসের সাথে ৩০ রানের জুটিতে ২৩ ওভার কাটিয়ে দেন ফ্রেসার। তবে এই জুটিতে মাইলসের রান ২৮, বাকি ২ অতিরিক্ত খাতে। মাইলস যখন আউট হয়ে প্যাভিলিয়নের পথে, ম্যাচ বাঁচাতে শেষ দুই উইকেটে আরও প্রায় ১৪ ওভারের মতো খেলতে হতো ওটাগোকে।

     

    আরও ১২ ওভার একাই খেলে সেটাও প্রায় সাফল্যের সাথেই সম্পন্ন করে ফেলেছিলেন উইলসন। কিন্তু শেষরক্ষা হয় নি। ম্যাচ ড্র ঘোষণা হতে তিন বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন মার্ক নক্স। ওপ্রান্তে ০ রানেই অপরাজিত থেকে যান উইলসন, ১১৯ বল খেলে আর ১২৬ মিনিট উইকেটে থেকে!