• " />

     

    'পদক হারালেও আমার মর্যাদা কমবে না'

    'পদক হারালেও আমার মর্যাদা কমবে না'    

    ‘ট্রিপল-ট্রিপল’ জয় করেই অলিম্পিককে বিদায় বলেছিলেন। ইতিহাসের পাতায় নাম লেখানো জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্টের এই কীর্তি পরবর্তীকে আবার কবে হবে সেটা নিয়েও অনেকে সন্দিহান। তবে  রিও অলিম্পিকের কয়েক মাস পেরোতে না পেরোতেই বোল্টকে শুনতে হয়েছে এক দুঃসংবাদ। ৪*১০০ মিটার রিলেতে নিজের সতীর্থের ডোপ কেলেঙ্কারির জন্য তাঁর স্বর্ণপদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বোল্ট বলছেন, পদক হারানোয় তাঁর মর্যাদা কোনো অংশেই কমবে না।

     

    ২০০৮ বেইজিং অলিম্পিকে বোল্টের সাথে দলীয়ভাবে সোনা জিতেছিলেন নেস্টা কার্টার। তাঁর বিরুদ্ধে এই মাসেই নিষিদ্ধ উত্তেজক পদার্থ সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেবার জেতা জ্যামাইকা দলের সোনা কেড়ে নেওয়া হয়। এই সাথে ‘ট্রিপল-ট্রিপল’টাও হাতছাড়া হয় বোল্টের। কিন্তু পদক হারানো নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না বোল্ট, “পদক ফেরত দেওয়াটা দুঃখজনক। একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু জীবনে এরকম অনেক কিছুই হয়। আমি আমার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছি, সেটাকে এই ঘটনা কিছুতেই ম্লান করতে পারবে না। আমি যা করেছি সেটা আগে কেউই করে দেখাতে পারেনি।”

     

     

     

    যাকে ঘিরে এত বিতর্ক, যার কারণে হারাতে হয়েছে স্বপ্নের পদক, সেই নেস্তার ওপর কিন্তু একটুও রাগ করেননি বোল্ট, “আমি এই ঘটনার জন্য কাউকে দোষারোপ করছি না। আমরা একই কলেজ থেকে উঠে এসেছি, তাই আমাদের বন্ধুত্বটাও অনেক পুরনো। নেস্তার সাথে আমার কোনোই সমস্যা হয়নি এসব নিয়ে। এখনো আমাদের বন্ধুত্বটা আগের মতোই আছে।”

     

    এদিকে জ্যামাইকান অলিম্পিক অ্যাসোসিয়েশন নেস্তার বিরুদ্ধে আনা অভিযোগের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। নেস্তার নিজস্ব আইনজীবীও আপিল করবেন আলাদাভাবে।