'ট্রাম্প আমাকে ভিনগ্রহের প্রাণী বানিয়েছে'
দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জেরবার ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশের নাগরিকরা আগামী ৯০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার খড়গে পড়েছিলেন অলিম্পিকে পাঁচ ও দশ হাজার মিটার দৌড়ে ‘ডাবল-ডাবল’ জয়ী ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ। এবার তিনি বলেছেন, ট্রাম্প ওই নিষেধাজ্ঞা আরোপ করে তাঁকে ‘ভিনগ্রহের প্রাণী’ বানিয়ে দিয়েছে!
জন্মগতভাবে সোমালিয়ার নাগরিক হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফারাহর ফেরা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। বর্তমানে ইথিওপিয়ায় অনুশীলনে থাকা ‘নাইটহুড’ উপাধি পাওয়া ফারাহ ট্রাম্পের এই সিদ্ধান্তে ভীষণ চটেছেন, “এই বছরের পহেলা জানুয়ারি ইংল্যান্ডের রাণী আমাকে ‘নাইটহুড’ উপাধি দিয়েছিলেন। আর ২৭ জানুয়ারি ট্রাম্প আমাকে ‘ভিনগ্রহের প্রাণী’ বানিয়ে দিয়েছেন! আমি একজন ব্রিটিশ নাগরিক, গত ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। নিয়মিত আয়কর দিচ্ছি, কোনো অপরাধ করিনি; তাহলে কেনো আমাদের সাথে এরকম আচরণ করা হবে?”
সরকারের এরকম নীতি যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর বলে মনে করেন ফারাহ, “শুধু আমি না, বহু মানুষকে এভাবে হেনস্থা করা হচ্ছে। নিজের সন্তানকে বলতে হচ্ছে, আমি ঘরে নাও ফিরতে পারি! একজন রাষ্ট্রপতির এরকম হঠকারী সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া যায় না। মাত্র ৮ বছর বয়সে আমি সোমালিয়া ছেড়ে ইংল্যান্ড গিয়েছিলাম। কখনোই এরকম ব্যবহার পাইনি।”
তবে নিষেধাজ্ঞা আরোপের তিনদিন পড়েই যুক্তরাষ্ট্র সরকারের ওই অধ্যাদেশে স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলেই যুক্তরাষ্ট্রে আগের মতো প্রবেশ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের অরেগনে স্ত্রী তানিয়া ও দুই মেয়ে আয়শা ও আমানির সাথে বসবাস করেন ফারাহ।