প্রত্যাবর্তনের পর প্রথম জয় শ্যাপেকোয়েন্সের
নিজেদের ক্লাব ইতিহাসে প্রথম আন্তর্জাতিক কোনো শিরোপা জয়ের লক্ষ্যে যাত্রাটা শেষ পর্যন্ত পরিণত হয়েছিল শবযাত্রায়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্লাবের ১৯ জন খেলোয়াড়, কর্মকর্তাসহ নিহত হন ৭১ জন। গত ২৯শে নভেম্বর ঘটে যাওয়া ফুটবল ইতিহাসে স্মরণকালের ভয়াবহতম ট্র্যাজেডিটির পর একরকম শূন্য থেকেই আবার যাত্রা শুরু করতে হয়েছে ব্রাজিলের ক্লাব শ্যাপেকোয়েন্সকে। শোক কাটিয়ে মাঠে ফেরা দলটি নতুন করে শুরুর পর প্রথম জয়টা পেলো দ্বিতীয় ম্যাচে এসে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে ইন্টার ডি লাগেসকে।
দুর্ঘটনার পর শ্যাপেকোয়েন্স কর্তৃপক্ষ নতুন করে ২২ জন খেলোয়াড় ও একজন ম্যানেজার নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছে ক্লাবটি। এর আগে তাঁদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তনের ম্যাচটিও ড্র হয়।
যে টুর্নামেন্টের ট্রফি জিততে কলম্বিয়া যাবার পথে এমন ট্র্যাজেডির শিকার শ্যাপেকোয়েন্স, সেই কোপা সুদামেরিকানার শিরোপা উঠেছে তাঁদের হাতেই, প্রতিপক্ষ কলম্বিয়ার দলটির সম্মতিতে। দুর্ঘটনার শিকার দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন বেঁচে যাওয়া গোলরক্ষকসহ তিন ফুটবলার ও নিহতদের পরিবারবর্গ।