• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    অশ্বিন থেকে ‘পরামর্শ’ নেবেন মিরাজ

    অশ্বিন থেকে ‘পরামর্শ’ নেবেন মিরাজ    

    আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগমনটা ধূমকেতুর মতোই। ‘এলেন, দেখলেন, জয় করলেন’, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তাঁর অভিষেক সিরিজটা ছিল অনেকটা এরকমই । একমাত্র টেস্ট খেলতে ভারতে যাওয়ার আগে মেহেদি হাসান মিরাজ বলেছেন, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থেকে ‘পরামর্শ’ নিতে ইচ্ছুক তিনি।

     

    বর্তমানে টেস্টে র‍্যাঙ্কিংয়ের বোলার ও অলরাউন্ডার দুই ক্ষেত্রেই সেরা অশ্বিন। মিরাজের মতে, অশ্বিনের বিপক্ষে খেলতে নেমে অনেক কিছুই শিখতে পারবেন, “অশ্বিন একজন বিশ্বমানের ক্রিকেটার। ম্যাচের সময় তাঁর বোলিং খুব কাছে থেকে দেখতে পারবো। এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হবে। ম্যাচের পর তাঁর থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য মুখিয়ে আছি।”

     

     

    ভারতের মাটিতে বরাবরই সফরকারী দল খুব একটা সুবিধা করতে পারে না। তবে মিরাজ মনে করেন, বোলিংটা ঠিকভাবে করতে পারলে ইতিবাচক ফলাফল আসবে, “আমাদের দলে অনেক অভিজ্ঞ স্পিনার আছে। বর্তমান ভারতীয় দলে দারুণ কিছু ব্যাটসম্যান আছে। তবে আমরা যদি সঠিক লাইনে বল করতে পারি তাহলে ভালো একটা ফলাফল আসতে পারে।”

     

    আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ।