চ্যাম্পিয়নস ট্রফির আগে ক্রিকেটারদের রক্ত পরীক্ষা
ডোপিংয়ের কালো ছায়া প্রতিনিয়তই পড়ছে খেলাধুলার ওপরে। ক্রিকেটও এটা থেকে রক্ষা পায়নি। কিছুদিন আগেই ডোপপাপের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে এক বছর নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার ‘বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি’ সব ক্রিকেটারের রক্তের নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফির আগেই এটা করা হবে।
২০০৬ সাল থেকে ক্রিকেটারদের ডোপ টেস্ট করে আসছে সংস্থাটি। মূলত ‘মূত্র পরীক্ষার’ মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই পরীক্ষাকে আরও বেশি আধুনিক করতে চায় তারা, “ ডোপিং ঠেকাতে ২০০৬ সাল থেকে আমরা নানা পরীক্ষা করে আসছি। তবে মূত্র পরীক্ষায় অনেক সময়েই সবকিছু ধরা পড়ে না। এজন্যই আমরা চ্যাম্পিয়নস ট্রফির আগে তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করবো।”
শুধু রক্তের নমুনা সংগ্রহ নয়, এখন থেকে প্রত্যেক ক্রিকেটারের ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’ তৈরি করা হবে। চ্যাম্পিয়নস ট্রফির সময় সংগ্রহ করা নমুনা আগামী ১০ বছরের জন্য রেখে দেওয়া হবে। এছাড়া প্রতি ছয় মাস পরপর নতুন নমুনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, “প্রতি ছয় মাস পরপর আমরা ক্রিকেটারদের রক্তের নতুন নমুনা সংগ্রহ করবো। এটাই সর্বাধুনিক প্রযুক্তি। রক্তের নমুনা থেকে আমরা পরিষ্কার হতে পারবো কেউ নিষিদ্ধ কিছু সেবন করেছেন কিনা।”