• বাংলাদেশ ক্রিকেট লিগ
  • " />

     

    রুবেলের পর নায়ক রাজ্জাক

    রুবেলের পর নায়ক রাজ্জাক    

    সংক্ষিপ্ত স্কোর

    সাউথ জোন ৪০৩

    ইস্ট জোন ১৪৪ ও ২১৫

    ফল: সাউথ জোন ইনিংস ও ৪৪ রানে জয়ী


    ম্যাচের ফলটা আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল। সাউথ জোনের জয়টা ছিল শুধুই সময়ের ব্যাপার। সেটির জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, পেয়ে গেছে তৃতীয় দিনেই। আগের দিন রুবেল হোসেন প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছিলেন ইস্ট জোনকে, আজ ইস্ট জোন নীল হয়েছে আবদুর রাজ্জাকের স্পিন বিষে। শেষ পর্যন্ত ইনিংস ও ৪৪ রানের সহজ জয়ই পেয়েছে ইস্ট জোন।

    প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনেই ফলোঅনে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। তৃতীয় দিনে অবশ্য অলক কাপালি ও আবুল হাসান অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমেছে। প্রথম ইনিংসে ৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে আবুল করেছেন ৬৪। তবে এদিন আসল নায়ক ছিলেন রাজ্জাক।

    অনেক দিন দলেই জাতীয় দলের বাইরে। তবে সাউথ জোনের অধিনায়ক জানিয়ে দিচ্ছেন, এখনো ফুরিয়ে যাননি। আগের দিন দুই উইকেট পেয়েছিলেন, আজ পেয়েছেন আরও চারটি উইকেট। প্রথম ইনিংসেও ম্যাচসেরা হয়েছিলেন রাজ্জাক, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতেই। রুবেল আগের দিনের পর আজ কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে উইকেটবিহীন ছিলেন মুস্তাফিজও। তবে সাউথ জোনের বড় জয় পেতে সমস্যা হয়নি।