টি-টোয়েন্টিতেও রিভিউ পদ্ধতি
দাবিটা অনেক পুরনো। টেস্ট ও ওয়ানডেতে রিভিউ পদ্ধতি চালু থাকলেও টি-টোয়েন্টিতে নিয়মটা চালু হয়নি। তবে আইসিসি এবার তিন সংস্করণেই ‘ডিসিশন রিভিউ সিস্টেম(ডিআরএস)’ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অক্টোবর থেকে তাই টি-টোয়েন্টিতেও থাকছে রিভিউ পদ্ধতি।
রিভিউ পদ্ধতিতে ব্যবহার করা হক-আই, হটস্পট, আলট্রা এজ, স্নিকো ইত্যাদি প্রচুর ব্যয়সাপেক্ষ। এই কারণেই অনেক দ্বিপাক্ষিক সিরিজেই থাকতো না এই পদ্ধতি। আর আইসিসি তো কখনোই টি-টোয়েন্টি ম্যাচে এটা ব্যবহার করেনি। গত বছরের জুলাইয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছিলেন, খুব তাড়াতাড়িই এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুদিন আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভাতে অন্য বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি এটা নিয়ে আলোচনা হয়। আগামী এপ্রিলে এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
কিছুদিন আগে হয়ে যাওয়া ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন জো রুট। ম্যাচের পর রুট বলেছিলেন, তিনি টি-টোয়েন্টিতেও রিভিউ পদ্ধতি দেখতে চান। তাঁর মতে, প্রতি দলের জন্য অন্তত একটি করে রিভিউ থাকলেও মন্দ হয় না।
এদিকে আইসিসি আরও জানিয়েছে, আগামী বছরের প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইভেন্টগুলোতে রিভিউ পদ্ধতি ব্যবহারের যাত্রা শুরু হবে। সেখানে প্রত্যেক দলে একটি করে রিভিউ আবেদনের সুযোগ থাকবে। পরবর্তীতে এই সংখ্যা বাড়তেও পারে।