সেই যাদবেরই এবার খুলে গেল ভাগ্য
একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের ‘এ’ দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন। তখন হয়তো স্বপ্নেও ভাবেননি, এই বাংলাদেশের বিপক্ষেই টেস্ট দলে ডাক পাবেন! কিন্তু অমিত মিশ্রর ইনজুরিতে স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন কুলদীপ যাদব। আগামী পরশু ভারত-বাংলাদেশ টেস্টের ১৬ জনের দলে ডাক পেয়েছেন কানপুরের এই চায়নাম্যান স্পিনার।
হায়দরাবাদ টেস্টের জন্য ১৬ জনের দলে স্থান পেলেও অনুশীলনে উপস্থিত ছিলেন না মিশ্র। শেষ পর্যন্ত টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিসিআই জানায়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষভাগ থেকেই নাকি মিশ্রর চোটটা বেশ ভোগাচ্ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে চেকআপ করানোর পরামর্শ দিয়েছেন।
প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট পাওয়া যাদব ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডারসের হয়ে আইপিএলে খেলছেন। এছাড়া জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছিলেন এই ২২ বছর বয়সী স্পিনার।