• বাংলাদেশ ক্রিকেট লিগ
  • " />

     

    একদিকে জায়েদ, অন্যদিকে তুষার

    একদিকে জায়েদ, অন্যদিকে তুষার    

    ফতুল্লা। বিকেএসপির চার নম্বর মাঠ। এক মাঠে বোলাররা, অন্য মাঠে ব্যাটসম্যানরা দাপট চালালেন। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের খেলায় ইস্ট জোনের বোলাররা নিয়েছেন সেন্ট্রাল জোনের ৭ উইকেট, সাউথ জোনের ব্যাটসম্যানরা নর্থ জোনের সঙ্গে করেছেন ৩ উইকেটে ২৯২ রান।

     

    ফতুল্লায় টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইস্ট জোনের অধিনায়ক অলক কাপালি। বোলাররা প্রতিদান দিয়েছেন ভালোভাবেই। মূল অবদান পেসার আবু জায়েদের, ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন শুভাগত হোম ও নুরুল হাসান। তবে হোমকে ৪৬ রানে এলবিডাব্লিউ করেছেন সাকলাইন সজীব, ৬৫ রানে নুরুলকে বোল্ড করেছেন আফিফ হোসাইন।

     

    বিকেএসপিতেও টসে জেতা সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাকের ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেছেন তাঁর মিডল অর্ডার। আরও নির্দিষ্ট করে বললে তুষার ইমরান ও শাহরিয়ার নাফিস। প্রথম তিন ব্যাটসম্যানের কেউ ফিফটি না পেলেও তুষার অপরাজিত আছেন ১২৭ রানে, ২২তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটাও পেয়েছেন তাই। আর নাফিস অপরাজিত আছেন ৫০ রানে।

     

    প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

    সেন্ট্রাল জোন ২৩২-৭ বনাম ইস্ট জোন (নুরুল ৬৫, জায়েদ ৪-৫২)

    সাউথ জোন ২৯২-৩ বনাম নর্থ জোন (তুষার ১২৭*, শফিউল ১-৪০)