• আইপিএল
  • " />

     

    বুড়ো হওয়াতেই বাদ ধোনি?

    বুড়ো হওয়াতেই বাদ ধোনি?    

    আইপিএলের ক্রিকেটার নিলামের ঠিক আগের দিনই এসেছিল খবরটা। জাতীয় দলের পর এবার আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি।, খবরটা তো চমকে দেওয়ার মতোই। রাইজিং পুনে সুপারজায়ান্টে ধোনির স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। কিন্তু এরকম আকস্মিক সিদ্ধান্ত কেনো, প্রশ্ন ছিল সবার মনেই। সব গুঞ্জন দূর করে পুনের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন , দলে ‘তরুণ’ নেতৃত্ব আনার জন্যই এরকম করা হয়েছে।

     

    ধোনিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি তাঁর সাথে পরামর্শ করেই চূড়ান্ত করা হয়েছে বলে জানান সঞ্জীব, “এই মৌসুমের জন্য আমরা স্মিথকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম। স্মিথের সাথে কথা বলার পর সেও তাতে রাজি হয়। ব্যাপারটা ধোনির সাথেও আলোচনা করা হয়েছে। তিনি খুবই পেশাদার একজন ক্রিকেটার। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি, অধিনায়ক না হলেও স্মিথকে সবসময় সাহায্য করবেন।”  

     

     

    আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। ২০১০, ২০১১ সালে দলকে জিতিয়েছেন শিরোপা। ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে নিজের সব কয়টি ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত মৌসুমে পুনের হয়ে ১২ ইনিংসে ২৮৪ রান করেন তিনি।