• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    শ্রীলংকা সফরের জন্য ১৬ জনের নাম ঘোষণা

    শ্রীলংকা সফরের জন্য ১৬ জনের নাম ঘোষণা    

    চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি। ভারত সফরেও একমাত্র টেস্টে বাইরে ছিলেন। এবার শ্রীলঙ্কা সফরেও আপাতত প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইমরুল কায়েসের। তবে চোট কাটিয়ে ফিরলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে এই ওপেনারকে। শ্রীলংকা সফরের জন্য তাঁকে ছাড়াই ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে আজ।

    এক সিরিজ পর আবার অবশ্য দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বিসিএলেও দুইটি ম্যাচ খেলেছিলেন, দীর্ঘ পরিসরের জন্য তাঁকে বিবেচনা করা হয়েছে তাই। ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেনও। আর ভারত সফরের দলে জায়গা পেয়েও এই সিরিজে উপেক্ষিত থেকে গেছেন শফিউল ইসলাম, তবে বিসিএলে ভালো করে আবারও ডাক পেয়েছেন রুবেল হোসেন।

     বাংলাদেশ দলঃ  

    মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম , শুভাশীষ রায়, রুবেল হোসেন।