• আইপিএল
  • " />

     

    'পিএসএল থাকতে আইপিএলের দরকার কী?'

    'পিএসএল থাকতে আইপিএলের দরকার কী?'    

    দুদিন আগেই হয়ে গেলো আইপিএলের দশম আসরের নিলাম। প্রায় সব দেশের ক্রিকেটারদের নাম ছিল সেখানে। এমনকি এবার আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের দুজন ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। গত কয়েক আসরের মতো এবারো এসবের মাঝে অনুপস্থিত ছিল পাকিস্তান। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ মনে করেন, আইপিএলে সুযোগ না পাওয়াটা পাকিস্তানের জন্য হতাশার কিছু নয়; কারণ তাঁদের এখন নিজস্ব টি-টোয়েন্টি লিগ আছে।

     

    ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমে ১১ জন পাকিস্তানি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তবে এরপর নানা রাজনৈতিক টানাপোড়নে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। গত বছর পাকিস্তান সুপার লিগ(পিএসএল) নামের টি-টোয়েন্টি লিগ চালু করেছে পিসিবি। মিয়াঁদাদ মনে করেন, আইপিএলে না খেলতে পারাটা এখন খুব একটা বড় বিষয় না, “একটা সময় ছিল যখন অন্যদের মতো আইপিএলে খেলতে না পেরে আমাদের খারাপ লাগত। কিন্তু এখন আমাদের নিজস্ব টি-টোয়েন্টি লিগ রয়েছে এবং এটা অনেক সফল ও জনপ্রিয় একটা টুর্নামেন্ট।”

     

     

    প্রথমবারের মতো দুজন আফগান ক্রিকেটার খেলবেন আইপিএলে। রশিদ খান ও মোহাম্মদ নবীকে চওড়া দামে কিনেছে দলের মালিকরা। যদিও এই ঘটনা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না মিয়াঁদাদ, “ আইপিএলে কে কাকে কিনলো এটা আমাদের দেখার বিষয় না। হোক সে আফগান অথবা অন্য দেশের। ভালো ক্রিকেটারদের সব দেশেই সুযোগ আসবে।”