ধোনির অধিনায়কত্ব ছাড়ায় খুশি শেওয়াগ
বছরের শুরুতে ছেড়েছিলেন জাতীয় দলের দায়িত্ব। আইপিএলের নিলামের ঠিক আগেই জানা গেলো, রাইজিং পুনে সুপারজায়ান্টসেরও অধিনায়কত্ব ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। এই খবরে ধোনি ভক্তসহ হতাশ হয়েছে ভারতের বহু মানুষ। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেওয়াগ ধোনির কিন্তু এই সিদ্ধান্তে খুশি! তিনি খানিকটা মজা করেই বলেছেন, ধোনি অধিনায়ক না থাকায় তাঁর দল পুনেকে হারানো সহজ হবে কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য।
সম্প্রতি কিংস ইলেভেন পাঞ্জাব দলের ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান করা হয়েছে শেওয়াগকে। আইপিএলের নিলামেও ছিল তাঁর সরব উপস্থিতি। প্রতিদ্বন্দ্বী ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞ অভিনায়কের বিদায়ে তাই খুশি না হয়ে পারেননি, “ ধোনি অধিনায়ক না থাকায় আমি খুশি। এখন তো আমি পাঞ্জাবের সাথে যুক্ত আছি। সে না থাকায় আশা করি আমরা পুনেকে সহজে হারাতে পারবো!”
তবে শেওয়াগ এটাও বিশ্বাস করেন, অধিনায়ক না থাকলেও দলকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন, “এতে কোনো সন্দেহ নেই ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন। স্মিথ অধিনায়ক হলেও ধোনি তাঁর পাশেই থাকবে। তাঁর অভিজ্ঞতা পুনে ভালোভাবেই কাজে লাগাবে। পুনে-পাঞ্জাব লড়াইয়ের অপেক্ষায় আছি।”