• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে টেস্টে থাকছেন না ম্যাথিউস

    বাংলাদেশের বিপক্ষে টেস্টে থাকছেন না ম্যাথিউস    

    হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চোটের কারণে গত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয় টেস্ট সিরিজ মিস করতে চলেছেন ম্যাথিউস। তবে শ্রীলংকা ক্রিকেটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে দেখা যেতে পারে তাঁকে। মঙ্গলবার বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করার কথা শ্রীলংকার নির্বাচকদের। সেদিনই জানা যাবে কে নেতৃত্ব দেবেন মুশফিকদের বিপক্ষে টেস্টে।

     

    পায়ে একাধিক চোট নিয়ে এর আগে গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও খেলা হয় নি ম্যাথিউসের। জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের অবসরের পর ক্রান্তিকালের মধ্য দিয়ে যাওয়া শ্রীলংকা দলের অন্যতম আস্থার নাম হয়ে রয়েছে তিনি। তিন ফরম্যাটেই দলের নেতৃত্বে থাকা ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ২০১৫ বিশ্বকাপ ও গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন লংকানদের অধিনায়ক।

     

    অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ম্যাথিউসের অনুপস্থিতিতে শ্রীলংকার ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন রঙ্গনা হেরাথ। এবারও দায়িত্বটা উঠতে পারে তাঁর কাঁধেই। ইনজুরির কারণে সে সিরিজে দলের বাইরে থাকা নিয়মিত সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালও পেতে পারেন নেতৃত্ব। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেয়া উপুল থারাঙ্গাকেও দেখা যেতে পারে নেতার ভূমিকায়। তবে চান্দিমাল বা থারাঙ্গা কেউই এর আগে টেস্টে অধিনায়কত্ব করেন নি।


    আগামী ৭ মার্চ গলে দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি শুরু হবে। ১৫ই মার্চ থেকে দ্বিতীয় টেস্ট কলম্বোয়।