সাকিবদের শেখার ব্যাপারটাই বড় করে দেখছেন মুশফিক

নিউজিল্যান্ডের সিরিজের রেশ কাটতে না কাটতেই ভারতের সঙ্গে হায়দরাবাদ টেস্ট। তার ১৫ দিনের মধ্যেই আবার উড়ে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়। এই বছরে বাংলাদেশ দলের যেন দম ফেলারই ফুরসত নেই। এর মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ খেলছেন পিএসএলে। টেস্ট থেকে টি-টোয়েন্টি, আবার টেস্ট, ভিন্ন ভিন্ন সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন কাজটাও করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়তি খেলার চাপ তো আছেই। তবে মুশফিকুর রহিম মনে করছেন, এই বাড়তি খেলার জন্য বরং তিন ক্রিকেটার উপকৃতই হবেন।
এই মুহূর্তে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন সাকিব ও তামিম। আর কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে নিজেদের কিছুটা হলেও প্রমাণ করেছেন তিনজনই। মুশফিক বলছেন, আরব আমিরাত থেকে তিন জনের খেলার অভিজ্ঞতা দলের জন্যই আখেরে ভালো হবে, সাধারণত আমাদের বছরে এতো খেলা থাকে না। এ বছর অনেক খেলা আছে, এতে হয়তো শারীরিকভাবে কিছুটা চাপ পড়ছে। তবে একই সঙ্গে শিক্ষণীয় অনেক ব্যাপারও থাকে।”
সেই ব্যাপারটাও ব্যাখ্যা করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, “এটাতে শুধু আর্থিক ব্যাপার নয়, বরং শেখার যে বিষয়টা; এটা কিন্তু বড় একটা ব্যাপার। এর প্রমাণ আগে কিন্তু আপনারা দেখেছেন। বিপিএল খেলার পর কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের দক্ষতা বেড়েছে। সাহসও বেড়েছে। একই ড্রেসিংরুমে তারা সাঙ্গাকারা- গেইলকে দেখেছে। আর তামিম- সাকিব- রিয়াদরা পিএসএল খেলছে, সব মিলিয়ে অনেক ক্রিকেট খেলেছে, এতে হয়তো তাদের কিছুটা অবসাদ থাকতে পারে। আশা করছি, অনুশীলন ম্যাচের আগে এবং অনুশীলন ম্যাচ দিয়ে তারা প্রস্তুত হয়ে উঠবে। আমাদের কোচ ট্রেনাররাও নিশ্চয় তাদের সঙ্গে কাজ করবেন, তাদেরকে প্রস্তুত করে তুলবেন। এ ছাড়া তারা তিনজনই অনেক পরিপক্ক।