• বাংলাদেশ ক্রিকেট লিগ
  • " />

     

    সেঞ্চুরি করেই 'বার্তা' দিলেন কায়েস

    সেঞ্চুরি করেই 'বার্তা' দিলেন কায়েস    

    ফিটনেসের সমস্যায় বাদ পড়েছেন শ্রীলংকা সফরের জন্য ঘোষিত টেস্ট দল থেকে। প্রধান নির্বাচকের আভাস ছিল, বিসিএলের দুটো রাউন্ডে ভালো করে ফিটনেসের পরীক্ষায় উৎরাতে পারলে ডাক পেতে পারেন দ্বিতীয় টেস্টের দলে। আগামী ৪ মার্চ সে পরীক্ষায় অংশগ্রহণের আগে ফিট হয়ে ওঠার জোরালো এক বার্তাই দিয়ে রাখলেন ইমরুল কায়েস। জাতীয় দলের এই ওপেনারের সেঞ্চুরি পুঁজি করে বিসিএলের পঞ্চম রাউন্ডের উদ্বোধনী দিনে ইস্ট জোনের বিপক্ষে অলআউট হওয়ার আগে সাউথ জোনের সংগ্রহ ২৯৬ রান।

     

    টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফজলে মাহমুদকে হারালেও এনামুল-ইমরুলের জুটি পথ দেখায় সাউথ জোনকে। দলীয় ৯৬ রানের মাথায় এনামুল ব্যক্তিগত ৫৮ রান নিয়ে ফিরে যাওয়ার পর আবারও খেই হারায় আব্দুর রাজ্জাকের দল। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অপর প্রান্ত আগলে রানের চাকা ঘুরিয়ে যান ইমরুল। ক্যারিয়ারের ১৫তম প্রথম শ্রেণীর শতকটা তুলে ১৮ চার আর ২ ছয়ে ১৩৬ রান করে ফেরেন নবম ব্যাটসম্যান হিসেবে, দলের রান ততোক্ষণে ২৭৫ ছুঁয়েছে। শেষভাগে তাঁর সাথে ৫৩ রানের জুটি গড়ে ২৩ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন অপু। ইস্ট জোনের পক্ষে তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব ৩টি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ইস্ট জোনের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।

     

    দিনের অপর ম্যাচে সানজামুল ইসলামের তোপে নর্থ জোনের বিপক্ষে ১৮১ রানে গুটিয়ে গেছে সেন্ট্রাল জোনের ইনিংস। বাঁহাতি এই স্পিনার ৪৫ রানে নিয়েছেন ৫ উইকেট। সাথে ৪১ রান দিয়ে ফরহাদ রেজা নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। সেন্ট্রাল জোনের পক্ষে ওপেনার সাইফ হাসান সর্বোচ্চ ৬৩ ও তাইবুর রহমান অপরাজিত ৪০ রান করেন।

     

    জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে নর্থ জোনও।

     

    সংক্ষিপ্ত স্কোরঃ

     

    সাউথ জোন বনাম ইস্ট জোনঃ সাউথ জোন ২৯৬ (ইমরুল ১৩৬, এনামুল ৫৮; সাকলাইন ৩/১৭, সাইফুদ্দিন ৩/৭০); ইস্ট জোন ৪/০

     

    নর্থ জোন বনাম সেন্ট্রাল জোনঃ সেন্ট্রাল জোন ১৮১ (সাইফ ৬৩, তাইবুর ৪০*; সানজামুল ৫/৪৫, ফরহাদ ৩/৪১); নর্থ জোন ৬৩/৩ (জহুরুল ৩৫; শরিফুল্লাহ ১/৫)