নাঈম-শান্তর সেঞ্চুরিতে রানের পাহাড়ে নর্থ জোন
জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন তিন বছর আগে। ঘরোয়া ক্রিকেটে রানের তুবড়ি ছুটিয়ে নিজের দাবিটা আরেকবার জানান দিয়েছেন নাঈম ইসলাম। বিসিএলে নর্থ জোনের হয়ে আজও সেঞ্চুরি করেছেন, গত চার ম্যাচে এটি নাঈমের তৃতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে সুযোগ পাওয়া নাজমুল হাসান শান্তও। দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোন তাই চাপা পড়েছে রানের পাহাড়ে।
প্রথম ইনিংসে কাল সিলেটে সেন্ট্রাল জোন অলআউট হয়ে গিয়েছিল ১৮১ রানেই। কাল ৬৩ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ইস্ট জোনও। সকালে জুনাইদ সিদ্দিকীও বেশিক্ষণ থাকেননি, আউট হয়ে গেছেন ৪১ রানেই। এর পরেই পঞ্চম উইকেটে নাজমুল হাসান শান্তর সঙ্গে ১৯৭ রানের জুটি গড়ে তুলেছেন নাঈম। আগের তিন ম্যাচে ১৮৫ ও ১০০ রানের ইনিংস খেলেছিলেন। আজ দিন শেষে অপরাজিত আছেন ১৩৩ রানে। শান্ত অবশ্য শরিফউল্লাহর বলে আউট হয়ে গেছেন। নাসিরও ফিরে গেছেন ৮ রান করেই। পরে সপ্তম উইকেটে ধীমান ঘোষের সঙ্গে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতেই ৪০০ রান ছাড়িয়েছে নর্থ জোন। ধীমান দিন শেষে অপরাজিত ছিলেন ৬৪ রানে। সেন্ট্রাল জোনের হয়ে শাহাদাত ও শরিফুল্লাহ নিয়েছেন দুইটি করে উইকেট।
চট্টগ্রামে দিনের অন্য ম্যাচে ৪ নিয়ে আজ প্রথম ইনিংস শুরু করেছিল ইস্ট জোন। ওপেনার ইমতিয়াজ হোসেন অবশ্য বেশিক্ষণ টেকেননি, ১৩ রান করেই ফিরে গেছেন আল আমিনের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ১৩১ রান। অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আফিফ হোসেন অপরাজিত ছিলেন ৭৩ রানে। ৩৮ রানে ব্যাট করছিলেন তাসামুল হক।