• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    বাংলাদেশের 'স্বদেশি'দেরই ভয় হেরাথের

    বাংলাদেশের 'স্বদেশি'দেরই ভয় হেরাথের    

    চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলংকা দলে খেলেছেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। থিলান সামারাবিরা খেলতেন মিডল অর্ডারে। মারিও ভিল্লাভারায়ান জাতীয় দলে না খেললেও শ্রীলংকার ক্লাব ক্রিকেটে খেলেছেন লম্বা সময়। বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্টে থাকা এই তিন শ্রীলংকানকে নিয়েই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন আসন্ন টেস্ট সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দিতে যাওয়া ‘ভেটেরান’ স্পিনার রঙ্গনা হেরাথ।

     

    বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ সামারাবিরা দু’জনই দীর্ঘদিন খেলেছেন শ্রীলংকার মুর্স ক্রিকেট ক্লাবে। অনেকটা সময় সেখানে হাথুরুসিংহের নেতৃত্বে খেলেছেন হেরাথও। হাথুরুকে তাই হেরাথ চেনেন খুব ভালো করেই, “দারুণ কৌশলী মানুষ সে। প্রতিপক্ষকে এতোটুকুও সুযোগ নিতে দেয় না, খুঁটিনাটি মনোযোগ থাকে তাঁর সবকিছুতে।”

     

    যাকে ‘গুরু’ বলেও মানেন সেই হাথুরুসিংহেই আসছে সিরিজে তাঁর প্রতিপক্ষ, “খেলাটা নিয়ে হাথুরুসিংহে যেভাবে ভাবে সেটা আমাকেও সাহায্য করেছেন দারুণভাবে। তাঁদের (বাংলাদেশ) ক্যাম্পে এতোজন শ্রীলংকান থাকায় তাঁরা আমাদের দল আর খেলা সম্পর্কে বেশ ভালো জানবে। তাঁরা তিনজনই বাংলাদেশ দলটাকে নিয়ে দারুণ কাজ করছে, বিশেষ করে হাথুরুসিংহে। আর সেজন্যই আমি বলছি যে এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। অন্য কোনো দলের কোচদের চেয়ে ওঁরা আমাদের ব্যাপারে অনেক বেশি জানে।”

     

    বাংলাদেশের এই দলটাকে যে কোনো সময়ের সেরা মানছেন হেরাথ, “আমি বলবো বাংলাদেশ থেকে এখানে আসা সবচেয়ে সেরা দলই এটা। ইংল্যান্ডকেও তাঁরা ক’ মাসে হারিয়ে এসেছে। যদিও সাম্প্রতিক ফর্মটা খুব ভালো যায় নি তাঁদের নিউজিল্যান্ড আর ভারতের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে তাঁদের আরও অনেক কাজ করতে হবে। কোন সন্দেহ নেই যে তাঁরা উন্নতি করছে, কিন্তু এখনও ওঁদের অনেক পথ যাওয়া বাকি। তাঁদের সবচেয়ে ইতিবাচক দিকটা হচ্ছে ওঁদের অনেক অভিজ্ঞ একটা ব্যাটিং লাইন-আপ আছে। আর এ কারণেও আমি মনে করি যে এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।”