বাংলাদেশের বিপক্ষে বিরল রেকর্ডের অপেক্ষায় পুষ্পকুমারা
জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বেশ ক’দিন ধরেই। এবার আর তাঁকে উপেক্ষা করা গেল না। ইংল্যান্ড লায়নসের বিপক্ষে শ্রীলংকা ‘এ’ দলের হয়ে গত সপ্তাহে ১৩ উইকেট নিয়ে ডাক পেয়ে গেছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে। শেষ পর্যন্ত টেস্ট অভিষেকটা হয়েই গেলে মালিন্ডা পুষ্পকুমারা হবেন ৫ শতাধিক প্রথম শ্রেণীর উইকেট নেয়ার পর টেস্ট অভিষেক হওয়া এই শতাব্দীর ষষ্ঠ ক্রিকেটার।
ওই ১৩ উইকেট নিয়ে ২৯ বছর বয়সী বাঁহাতি এই স্পিনারের প্রথম শ্রেণীর উইকেট সংখ্যা এখন ৫৫৮। দশককালের ক্যারিয়ারে ৯৯ ম্যাচ খেলে তাঁর এই সংগ্রহ ১৯.৮৫ গড়ে। ৪৪ বার পেয়েছেন এক ইনিংসে ৫ উইকেট, এক ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১৮ বার।
চলতি শতকে এখন পর্যন্ত কেবল পাঁচজন বোলার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে পাঁচশ’ উইকেট নিয়ে টেস্ট অভিষেক করতে পেরেছেন। এরা হচ্ছেন ইংল্যান্ডের শন উডাল (২০০৬), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (২০১১), ওয়েস্ট ইন্ডিজের ভেসবার্ট ড্রেকস (২০০২), ইংল্যান্ডের জন লুইস (২০০৬) ও পাকিস্তানের ইয়াসির আরাফাত (২০০৭)।