সাকিবদের খাটিয়ে নিলেন চান্ডিমালরাও

স্কোর
বাংলাদেশ ৯০ ওভারে ৩৯১/৭
শ্রীলঙ্কা বোর্ড একাদশ ৯০ ওভারে ৪০৩/৭ (চান্ডিমাল ১৯০*, তাসকিন ৩/৪১, মুস্তাফিজ ২/২৮, মিরাজ ১/৬৮, সৌম্য ১/৫৩)
প্রথম দিনে ব্যাটিং অনুশীলনটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনে সেই কাজটাও ভালোভাবেই করে নিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বিশেষ করে যাঁর জন্য রান করাটা বেশি দরকার ছিল, সেই দীনেশ চান্ডিমালের অনুশীলনটাই সবচেয়ে ভালো হয়েছে। ১৯০ রান করে অপরাজিত ছিলেন চান্ডিমাল, দুই দিনের ম্যাচটা শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে।
অথচ সকালের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জোরা আঘাত হানেন তাসকিন, খানিক পর মুস্তাফিজের আঘাতে ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বোর্ড প্রেসিডেন্ট একাদশ। এরপর রোশেন সিলভাকে নিয়ে বিপর্যয়টা সামাল দিয়েছেন চান্ডিমাল। লোয়ার মিডল অর্ডার নিয়ে ছোট ছোট জুটি গড়ে এরপর এগিয়ে নিয়ে গেছেন দলকে। বুদ্ধিকা, ফ্রান্সিসকো, হাসারাঙ্গারা শুরুটা ভালো করলেও কেউই শেষ পর্যন্ত ইনিংসটা খুব বড় করতে পারেননি। বুদ্ধিকাকে আউট করেছেন সৌম্য সরকার, ফ্রান্সিসকোকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট পেয়েছেন মুস্তাফিজ। হাসারাঙ্গাকে আউট করে মিরাজও পেয়েছেন একটি উইকেট।
এর মধ্যেই চান্ডিমাল পেয়ে গেছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা সফরে কোনো ফিফটি পাননি, দলে জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। সেঞ্চুরি পাওয়ার আত্মবিশ্বাসেই, এরপর খাপখোলা তলোয়ারের মতো চলেছে তাঁর ব্যাট। সেঞ্চুরি করেছেন ২০১ বলে, পরের ৯০ রান এসেছে মাত্র ৫২ বলে। সবচেয়ে বেশি তোপ গেছে সাকিবের ওপর, তাঁকেই শুধু মেরেছেন পাঁচটি ছয়। এর মধ্যে আবার পর পর তিন বলে তিনটি। আরেকটু হলে পেয়ে যেতে পারতেন ডাবল সেঞ্চুরিও। সেটি না পাওয়ায় অবশ্য খুব একটা আফসোস থাকার কথা নয়।