• লা লিগা
  • " />

     

    'মেসিময়' ম্যাচে বার্সেলোনার বড় জয়

    'মেসিময়' ম্যাচে বার্সেলোনার বড় জয়    

    বল জালে জড়িয়ে দুই হাত উঁচু করে আকাশের দিকে তাকাচ্ছেন, আশপাশ থেকে দৌড়ে এসে সতীর্থরা ঘিরে ধরেছেন। মেসির এই চিরচেনা গোল উদযাপন বার্সেলোনা ভক্তদের কাছে একটু ‘বিশেষ কিছুই’। ঘরের মাঠে আবারো ‘মেসি ম্যাজিকে’ সেল্টা ভিগোকে ৫-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা অক্ষুন্ন রাখল লুইস এনরিকের দল।


    দুটি গোল করেছেন, করিয়েছেন আরও দুটি। এক কথায় পুরো ম্যাচই ছিল ‘মেসিময়’। শুরু থেকেই সেল্টার ডিফেন্সকে এক মুহূর্তের জন্যও স্বস্তি দেননি ‘এমএসএন’ ত্রয়ী। ১৯ মিনিটে প্রথম সুযোগ আসে, সুয়ারেজের শট পোস্টে লেগে মেসির পায়ে আসে। মেসির ফিরতি শটও পোস্টে লাগলে এগিয়ে যাওয়া হয়নি বার্সার। এর ৫ মিনিট পরেই বার্সার প্রথম গোল করেন সেই মেসিই। মাঝমাঠের একটু সামনে থেকে বল পেয়ে স্বভাবসুলব সেই ‘দৌড়ে’ ডি-বক্সে ঢুঁকে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের একটু আগে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির দারুণ এক পাসে ‘চিপ’ করে গোলকিপারকে বোকা বানান এই ব্রাজিলিয়ান।

     

     

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মেসিরা। ৫৭ মিনিটে বল জালে জড়ান ইভান রাকিটিচ। ৬১ মিনিটে বার্সাকে ৪-০ গোলে এগিয়ে দেন উমতিতি। উমতিতির গোলও আসে মেসির বাড়িয়ে দেওয়া বলেই।

     

    ৬৪ মিনিটে আবারো মেসির জাদুকরি ফুটবল। সুয়ারেজের পাসে বল পেয়ে একে একে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে করেন অসাধারণ এক গোল। গোলটি যে এনরিকেকে মুগ্ধ করেছে সেটা তাঁর মুখভঙ্গি দেখেই আঁচ করা যাচ্ছিল! অন্যদিকে সেল্টা ভিগোর ফুটবলার, কোচকে তখন রীতিমতো বিধ্বস্ত লাগছিল।


    ৬০ পয়েন্ট নিয়ে লিগায় এই সপ্তাহ শেষেও তালিকার শীর্ষে রইল বার্সেলোনা। তাঁদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতরাতে এইবারের বিপক্ষে ৪-১ গোলে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ।