• বাংলাদেশ ক্রিকেট লিগ
  • " />

     

    আবার সেঞ্চুরি তুষারের

    আবার সেঞ্চুরি তুষারের    

    ৬ষ্ঠ রাউন্ড, ১ম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর 

    সাউথ জোন ৩২৫/২, ৯০ ওভার (মিথুন ১২৭*, মোশাররফ ১-৯১) বিপক্ষ সেন্ট্রাল জোন 

    নর্থ জোন ৩০৫/৫, ৯০ ওভার(ফরহাদ ১০৮, সাইফুদ্দীন ২-৪২) বিপক্ষ ইস্ট জোন 


    শেষ রাউন্ড শুরুর আগে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শীর্ষে নর্থ জোন। শেষের শুরুটাও ভালই হয়েছে তাদের। ফতুল্লায় ইস্ট জোনের সংগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৫ রান করেছে তারা। ফরহাদ হোসেনের সেঞ্চুরির (১০৮) সংগে আছে জুনায়েদ সিদ্দীকির ৮৪ রান। প্রথম দিনেই আট বোলারকে দিয়ে বোলিং করিয়েছেন ইস্ট জোনের অধিনায়ক অলক কাপালি, মোহাম্মদ সাইফুদ্দীন নিয়েছেন ২ উইকেট। আগের ম্যাচে সেঞ্চুরি করা নাইম ইসলাম আউট হয়েছেন ৪ রানে।

     

    নাইম না পারলেও টুর্নামেন্টের নিজের ফর্মটা শেষ রাউন্ড পর্যন্ত টেনে এনেছেন তুষার ইমরান। বিকেএসপিতে সেন্ট্রাল জোনের সংগে ম্যাচে প্রথম দিনই পেয়েছেন প্রথম শ্রেণিতে নিজের ২৩তম সেঞ্চুরি, অপরাজিত আছেন ১০১ রানে। তুষারের সংগে অপরাজিত আছেন আরেক সেঞ্চুরিয়ান, মোহাম্মদ মিথুন, ১২৭ রানে। শ্রীলঙ্কা থেকে ডাক পাওয়া জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস করেছেন ৫৭ রান। সব মিলিয়ে সাউথ জোন আছে বেশ ভাল অবস্থানে, ২ উইকেটে ৩২৫ রান করে টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতায় প্রমাণ করেছেন তুষার-মিথুনরা।

     

    এ সেঞ্চুরিতে নাইমকে টপকে বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে গেছেন তুষার। শেষ রাউন্ডের প্রথম দিনশেষে তুষারের রান ৫৮৭, নাইমের ৫৭১। ২৫ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে নর্থ জোনের সানজামুল ইসলাম। ​