• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    ছোট ছোট মুহূর্তের ভুল থেকে শিক্ষা নিতে চান হাথুরু

    ছোট ছোট মুহূর্তের ভুল থেকে শিক্ষা নিতে চান হাথুরু    

    নিউজিল্যান্ড কিংবা ভারত, দুই সিরিজে আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশা হতে হয়েছে।  শ্রীলংকাতেও কি এরকম কিছুই হবে? নাকি লংকানদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করবেন মুশফিকরা? বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, সুযোগ কাজে লাগাতে পারলে জয় পাওয়াটা অসম্ভব কিছু নয় বাংলাদেশের জন্য।

     

    সাকিব-মুশফিকের অবিশ্বাস্য সেই জুটির পরেও কিউইদের বিপক্ষে ম্যাচটা হাতছাড়া হয়েছিল। হায়দরাবাদেও ভারতের সাথে ম্যাচ বাঁচানোর সুযোগটা ফসকে গিয়েছে। হাথুরুসিংহে বলেছেন, এরকম মুহূর্ত কাজে না লাগাতে পারলে জয় পাওয়া কঠিন, “ওই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদেরকে জয় থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের সামর্থ্য আছে। আরেকটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। সেশনের প্রথম এক ঘণ্টা নিজেদের সবকিছু না দিয়ে পুরো দুই ঘণ্টাই সমান মনযোগী হওয়া উচিত। আশা করি আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেবো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাবো। তাহলে জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়।”

     

     

    অন্য যেকোনো সময়ের চেয়ে এই লংকান দলটা অনভিজ্ঞ। সিরিজ শুরুর আগে ইনজুরির কারণে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে হারিয়ে বিপদটা আরও বেড়েছে তাঁদের। তবুও ঘরের মাঠে লংকানদেরই এগিয়ে রাখছেন হাথুরুসিংহে, “আমার মনে হয় এই সিরিজে আমাদের ভালো সুযোগ আছে। আগের দুটি সিরিজে আমরা ভালো করেছি, এবার নিজেদের পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। স্কিলের দিক থেকে দুই দলই প্রায় সমানে সমান। কিন্তু শ্রীলংকা নিজেদের মাটিতে খেলছে, এটা অনেক বড় একটা বিষয়। এখানকার গরমও বিশাল একটা ব্যাপার। এরকম আবহাওয়ায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন, এজন্য এটা নিয়ে একটু চিন্তিত। আশা করি সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

    আগামীকাল গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।