ডাবল সেঞ্চুরিতে আবারও রেকর্ড তুষারের
তুষার ইমরান যেন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পণ করেই নেমেছেন। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির পর এক মৌসুমে হাজার রানও করে ফেলেছিলেন। এবার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন।
বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে আগের ম্যাচেই পেয়েছিলেন সেঞ্চুরি। ২৩তম সেঞ্চুরিটাকে আজ রূপ নিলেন ডাবল সেঞ্চুরিতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির কীর্তিটা এতোদিন ছিল মোসাদ্দেক হোসেন ও অলক কাপালির। তিনটি ডাবল সেঞ্চুরি করে তাঁদের পাশে বসলেন তুষারও। দুই মৌসুমে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন জাতীয় লিগে খুলনার হয়ে। এবার বিসিএলে তিন ম্যাচেই দুইবার করলেন সেই কীর্তি।
কাল ১০১ রানে অপরাজিত ছিলেন তুষার। সঙ্গী মোহাম্মদ মিঠুনও সেঞ্চুরি করে ফেলেছিলেন। আজ মিথুন অবশ্য ১৩১ রান করে আউট হয়ে গেছেন। তবে তুষার থামেননি, ডাবল সেঞ্চুরি করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত আছেন ২১৭ রানে। অন্য প্রান্তে সঙ্গী শাহরিয়ার নাফীসও পেয়ে গেছেন সেঞ্চুরি, ৫৫৭ রান করে রানের পাহাড়ে উঠে গেছে প্রাইম ব্যাঙ্ক।