• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    মুস্তাফিজই 'তুরুপের তাস' মুশফিকের

    মুস্তাফিজই 'তুরুপের তাস' মুশফিকের    

    ২০১৫ সালের জুলাইয়ে টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দেড় বছরেরও বেশি সময় আর সুযোগ পান নি সাদা পোশাকের ক্রিকেট খেলার। ইনজুরি কাটিয়ে মুস্তাফিজুর রহমান আবার ফিরেছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া গল টেস্টে তরুণ এই বাঁহাতি পেসারের অন্তর্ভুক্তিকে দলের জন্য বড় পাওয়া মানছেন মুশফিকুর রহিম। শক্তিশালী স্পিন আক্রমণের সাথে মুস্তাফিজে যোগ হওয়া বৈচিত্র্য কাজে লাগাতে পারলে শ্রীলংকার বিপক্ষে ভালো কিছুই করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।

     

     

    বাংলাদেশের হয়ে অভিষেকেই আলো ছড়িয়েছেন মুস্তাফিজ ও অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর আগে অনূর্ধ্ব-১৯ দলে একসাথে খেললেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম দু’জন একসাথে মাঠে নামতে যাচ্ছেন। এ নিয়ে আশাবাদীই বাংলাদেশের অধিনায়ক, “বোলিং আক্রমণে তাঁদের থাকাটা আমাদের বাড়তি সুবিধাই দেবে। সাকিব আর মিরাজ ইতোমধ্যেই একসাথে ভালো করে দেখিয়েছে, এখন তাঁদের সাথে মুস্তাফিজও যোগ হচ্ছে।”


    শ্রীলংকার বিপক্ষে এখনও পর্যন্ত কেবল একটি টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ। গত বছরের এশিয়া কাপের ওই ম্যাচে মুস্তাফিজকে খেলা একমাত্র দিনেশ চান্দিমালই আছেন এই সিরিজের শ্রীলংকা দলে। টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলেও কেবল তিনিই ছিলেন। আর তাই মুস্তাফিজকে এই সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছেন মুশফিক, “মুস্তাফিজ যে ধরণের বোলার, এইরকম উইকেটে তাঁদেরকে (শ্রীলংকা) সে যথেষ্টই ভোগাবে। তাঁদের অনেকেই তাঁকে প্রথমবারের মতো খেলবে, আর তাঁকে প্রথমবার খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই যে কঠিন সেটা আমরা আগেও দেখেছি।”