• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    সেই বিভীষণ নেই এবার

    সেই বিভীষণ নেই এবার    

    কবে, কখন

    গল, ৭-১১ মার্চ, ২০১৭

    ম্যাচ শুরু- বাংলাদেশ সময় সকাল ১০.৩০টা


     

    তাঁকে ছাড়া প্রথম!

    রানের হিসেবে বাংলাদেশ তাঁর প্রিয় প্রতিপক্ষের তালিকায় দ্বিতীয়। তবে একটা জায়গায় বাংলাদেশ তো কুমার সাঙ্গাকারার কাছে আলাদা হয়েই থাকবে। একমাত্র ট্রিপল সেঞ্চুরিটা যে বাংলাদেশের সঙ্গেই করেছিলেন সাঙ্গা! ১৫ ম্যাচে ১৮১৬ রান, গড় ৯৫.৫৭, ৭টি করে সেঞ্চুরি ও ফিফটি! ট্রিপল সেঞ্চুরির ওই ম্যাচটিই ছিল সাঙ্গার প্রিয় প্রতিপক্ষের সঙ্গে শেষ ম্যাচ। শ্রীলঙ্কার সঙ্গেও বাংলাদেশ শেষ টেস্ট খেলেছে সেবারই, চট্টগ্রামে, ২০১৪ সালে।

    বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে সাঙ্গা অবশ্যই এক মূর্তিমান আতঙ্কের নাম ছিলেন। আর কোনো ব্যাটসম্যান বাংলাদেশের সঙ্গে এতো রান করেননি, তালিকায় দুইয়ে থাকা মাহেলা জয়াবর্ধনের (১১৪৬) চেয়েও প্রায় ৭০০ রানে এগিয়ে তিনি!

    সাঙ্গা নেই, জয়াবর্ধনেও নেই। তবে শ্রীলঙ্কা এখনও বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষই আছে। অভিষেকের পর থেকে শ্রীলঙ্কার সঙ্গেই সবচেয়ে বেশী ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ।

     

    রঙ্গমঞ্চ

    গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। প্রথমেই হয়তো চোখে ভাসবে সেই দুর্গ। ক্রিকেট সৌন্দর্যের অন্যতম তীর্থভূমি গল। সেই গলেরই একটা রেকর্ডে জড়িয়ে আছে বাংলাদেশ। এ মাঠে সর্বোচ্চ স্কোরটা যে বাংলাদেশেরই (৬৩৮), দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন সেবার মুশফিকুর রহিম। ২৮টি টেস্টের মধ্যে ড্র হয়েছে মাত্র ছয়টি টেস্ট।  শেষ তিনটি টেস্টেই জিতেছে শ্রীলঙ্কা।

     

    যাঁদের ওপর চোখ

    মুশফিকুর রহিম

    একের ভেতরে তিন। টেস্টে এতোদিন মুশফিক ছিলেন এমনই। ব্যাটসম্যান, অধিনায়ক, উইকেটকিপার। চোট ছাড়া মুশফিকই সামলেছেন সব। ব্যতিক্রম হতে যাচ্ছে আবার। অবশেষে টেস্টে কিপিং গ্লাভস ছেড়ে দিচ্ছেন তিনি, দায়িত্ব নেবেন লিটন দাস। নতুন মুশফিকের অধিনায়কত্ব, কিংবা ‘ভারমুক্ত’ ব্যাটিংয়ে তাই থাকবে চোখ।  

    রঙ্গনা হেরাথ

    দুই টেস্টে নেতৃত্ব দিয়েছেন, দুটিই অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে। জিম্বাবুয়ের সঙ্গে দুইটি টেস্টই জিতেছিল শ্রীলঙ্কা। এবার দেশের মাটিতে নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন অভিজ্ঞ এই স্পিনার। জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচেই হেরাথ নিয়েছিলেন ১৯ উইকেট, অধিনায়কত্বের চাপটা তাই সামলেছেন ভালভাবেই।

     

    সম্ভাব্য একাদশ

    বাংলাদেশ

    তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ,  লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম(শুভাশীষ রায়), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

     

    শ্রীলঙ্কা

    দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা  

     

    সংখ্যার খেলা

     

    • আর ৫ উইকেট হলেই ড্যানিয়েল ভেট্টরিকে টপকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়বেন রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কান অধিনায়কের উইকেট ৩৫৭টি।

    • অবশেষে টেস্টে ফিরছেন মুস্তাফিজুর রহমান। দুই টেস্টে দুই ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ, এক ইনিংসেই নিয়েছিলেন ৪ উইকেট।