• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    আবার অশ্বিনকে সরিয়ে একে সাকিব

    আবার অশ্বিনকে সরিয়ে একে সাকিব    

    টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইঁদুর-বেড়াল খেলা চলছে বেশ কিছুদিন থেকেই। সাকিবকে টপকে গত ডিসেম্বরে একে উঠেছিলেন অশ্বিন। এবার অশ্বিনকে টপকে আবার একে চলে এলেন সাকিব।

    প্রশ্ন উঠতেই পারে, এর মধ্যে তো ভারতের পর সাকিব আর টেস্টই খেলেননি, সাকিব আবার ওপরে চলে এলেন কীভাবে? কৃতিত্বটা আসলে অশ্বিনেরই বেশি। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে বল হাতে ম্যাচ জেতালেও ব্যাট হাতে ব্যর্থ অশ্বিন। দুই টেস্টে চার ইনিংসে করতে পেরেছেন ২০ রান। সেজন্যই সাকিবের (৪৪১) চেয়ে রেটিং পয়েন্ট কমে গেছে অশ্বিনের (৪৩৪)।

    তবে বোলারদের শীর্ষস্থানটা ধরে রেখেছেন অশ্বিন। সেখানে একটাই চমক, অশ্বিনের সঙ্গে একে উঠে এসেছেন জাদেজাও। আর ব্যাটসম্যানদের শীর্ষস্থানটা ধরে রেখেছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্টে ব্যর্থতার পর তিনে নেমে গেছেন বিরাট কোহলি, দুইয়ে উঠে এসেছেন জো রুট।