• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    রেকর্ডময় শুরুর পরও বাংলাদেশের আফসোস

    রেকর্ডময় শুরুর পরও বাংলাদেশের আফসোস    

    স্কোর, দ্বিতীয় দিন শেষে

    শ্রীলঙ্কা ৪৯৪ 

    বাংলাদেশ ৪৬ ওভারে ১৩৩/২ (সৌম্য ৬৬*, তামিম ৫৭; পেরেরা ১/৩২)


    বিকেলটা অনেক দিন মনে রাখতে পারতেন তামিম ইকবাল। চাইলে এখনও মনে রাখতে পারেন, একটা রেকর্ড তো সৌম্য সরকারের সঙ্গে নতুন করে লিখিয়েছেনও। কিন্তু শেষ বিকেলে যা হলো, তাতে সেটি আর মনে রাখতে চাইবেন না তামিম। ভুলে যেতে চাইবেন মুমিনুল হকও। অমন একটা শুরুর পর শেষ বিকেলে যে জোড়া ধাক্কায় কিছুটা বেসামাল বাংলাদেশ!

    তামিম-সৌম্য দুজনেই অবশ্য কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছেন।লাকমলের করা ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে যেতে পারতেন সৌম্য। লাকমলের বলে ড্রাইভ করেছিলেন, গালিতে ক্যাচটা হাতে রাখতে পারেননি দিলরুয়ান পেরেরাই।

    পেরেরা নিজেই পরে অবশ্য দুর্ভাগ্যের শিকার হয়েছেন। তাঁর বলেই তামিম কাট করেছিলেন, হাতে নিতে নিতেও শেষ মুহূর্তে ক্যাচটা ফেলে দিয়েছেন উইকেটকিপার ডিকওয়েলা। তামিম অবশ্য তখন ২৮ রান করে ফেলেছেন।

    সেই রান আরও অনেক বেশিই হতে পারত। ফিফটিও পেয়ে গিয়েছিলেন তামিম, সৌম্যও গায়ে গায়ে ঘেঁষে নিজের দ্বিতীয় টেস্ট ফিফটি পেয়েছেন তার ঠিক আগেই। কিন্তু ৫৭ রান করার পর হঠাৎ করেই যেন কী যেন ভূত চাপল তামিমের মাথায়। সান্দাকানের বলটা লেগে ঠেলে দিয়েছিলেন, ডিকওয়েলাও ক্যাচের আবেদন করেছিলেন। কিন্তু ভাবতে ভাবতেই অবিশ্বাস্যভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন তামিম, ডিকওয়েলা এমন পড়ে যাওয়া সুযোগ কাজে লাগাতে দুবার ভাবেননি। সাময়িক মতিভ্রমে শ্রীলঙ্কার সঙ্গে নিজের সর্বোচ্চ রানের রেকর্ড থেকে থেমে গেলেন মাত্র ২ রান দূরত্বে।

    তার আগেই অবশ্য সৌম্যের সঙ্গে ১১৮ রানের জুটি হয়ে গেছে। দুজনের পঞ্চম ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটিও বটে। এর আগে তামিম-জহুরুলের চার বছর আগে কলম্বোতে করা ৯১ রানই ছিল সর্বোচ্চ। সেটা পেরিয়ে আরও অনেকদূর যেতে পারতেন তামিম-সৌম্য। হলো না!

    সান্দাকান ততক্ষণে বেশ চেপে ধরেছেন সৌম্যকে। নতুন ব্যাটসম্যান মুমিনুল এসে শুরু থেকেই ব্যাকফুটে খেলছিলেন স্পিনারদের। দিলরুয়ান পেরেরার একটা বল ব্যাকফুটে খেলতে গিয়েই হলো সর্বনাশ। মিডল স্টাম্পে পিচ করা বলটা গিয়ে লাগল মুমিনুলের অফ স্টাম্পের ঠিক সামনের প্যাডে। পেরেরাকে এলবিডব্লুর জন্য তেমন একটা আবেদনও করতে হয়নি।

    এরপর মুশফিককে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি সৌম্য। দিন শেষে অপরাজিত আছেন ৬৬ রানে, কাল তিন অঙ্ক ছোঁয়ার স্বপ্ন নিয়েই নিশ্চয় মাঠে নামবেন!