তামিমের আউটে হতাশ হাথুরু
দিনের বাকি দশ ওভার। ১১৮ রানের ওপেনিং জুটি। নিয়ন্ত্রিত ব্যাটিং দুই ওপেনারের। গলের ম্যাড়মেড়ে উইকেটে হঠাৎ করেই ফিরলো উত্তেজনা! যে ঘটনার জন্ম দিলেন তামিম ইকবাল, বিশেষণ খোঁজাই তো কঠিন!
লাকশান সান্দাকানের বলে ফ্লিক করতে গেলেন তামিম। উইকেটকিপার যখন ক্যাচের আবেদনে ব্যস্ত, তামিম ব্যস্ত রান খুঁজতে! রান আর পাবেন কই, বল তো উইকেটকিপারের হাতেই! হতাশ শ্রীলঙ্কাকে আনন্দে ভাসিয়ে তামিম যেন ভেসে চললেন রহস্য-সাগরে! আসলে ঘটনাটা ঘটলো কী!
উত্তর জানেন না কোচ চন্দিকা হাথুরুসিংহেও। ‘হতাশ’ কোচ বলেছেন, ‘হতাশাজনক, খুবই হতাশাজনক। আমরা তখন ভাল খেলছিলাম। উইকেটে ব্যাটিংয়ের জন্য কোনো হুমকিও ছিল না। আসলে সে অনেক ভাল ব্যাটিং করেছে। সে যেভাবে খেলছিল, আমি বেশ খুশীই হয়েছিলাম।’
কোচের খুশী টেকেনি। না টেকার কারণ তো অবশ্যই সেই উইকেট! যে উইকেটের ব্যাখ্যায় কোচ বলতে পারলেন শুধু একটা কথাই, ‘এটা ছিল মতিভ্রম!’