• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'শ্রীলঙ্কার স্কোর ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের'

    'শ্রীলঙ্কার স্কোর ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের'    

    ব্যাটসম্যানদের রাজ্যপাটই হয়ে ওঠার কথা ছিল গলের উইকেট। সেই গলে প্রথম ইনিংসে বোলাররা তাদের কাজটা সেরে রেখেছে। এবার পালা ব্যাটসম্যানদের। ব্যাটিং-সহায়ক উইকেটের পূর্ণ সুবিধা কি তৃতীয় দিনেও নিতে পারবে বাংলাদেশে? কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রথম ইনিংসে যত রান করা যাবে, শেষে গিয়ে ম্যাচের ফলে তো প্রভাব ফেলবে সেটাই!

    ‘প্রথম ইনিংস গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তাদের কাছাকাছি অথবা তাদের চেয়ে বেশী রান করতে। আমার মনে হয়, আমরা ৫০০ রান করার মতো ভাল দল। আমরা যাই রান করি না কেন, সেটা ফলাফল নির্ধারণে প্রভাব ফেলবে। এখন মাত্র দ্বিতীয় দিন, কাল আমরা যে রান করব, সেটাই আমাদের পঞ্চম দিনে গিয়ে জিততে অথবা ড্র করতে সাহায্য করবে।’

    ব্যাটসম্যানদের ওপর কোচের ভরসা আছে। কোচ খুশী তরুণ বোলিং আক্রমণ নিয়েও, ‘আমি আমাদের তরুণ বোলারদের নিয়ে খুশি। সাকিবকে হিসাব থেকে বাদ দিলে, বাকি বোলাররা মিলে ১৫টির মতো ম্যাচ খেলেছে। তবে এরকম ফ্ল্যাট উইকেটে ৫০০ রানের নিচে তাদেরকে বেঁধে রাখাটা ভাল ব্যাপার।’

    তবে কুশাল মেন্ডিসের ওই নো বলে জীবন পাওয়াটাকে খেলার অংশই মনে করছেন তিনি, ‘ওই নো বলটা নিয়ে আমি হতাশ। এটা নিয়ে আমাদের অবশ্য কিছু করার নেই।’

    তৃতীয় দিনের ভাগ দুই দলই সমান পাবে বলে মনে করেন কোচ। তবে ৩৬১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি। সে পথে চলতে হবে একটু দেখে শুনে। সে পথে উইকেট এখনও সহায়তা করবে বলেও ধারণা কোচের।