• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    দুঃস্বপ্নের সকালে পথ হারাল বাংলাদেশ

    দুঃস্বপ্নের সকালে পথ হারাল বাংলাদেশ    

    স্কোর, তৃতীয় দিন, ১ম সেশন শেষে

    শ্রীলঙ্কা ৪৯৪

    বাংলাদেশ ৭১ ওভারে ২১৩/৬ (সৌম্য ৭১, সাকিব ২৩, মুশফিক ২২*, মাহমুদউল্লাহ ৮, লিটন ৫; মিরাজ ১১*)


    আগের দিন সংবাদ সম্মেলন শেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে গিয়েছিলেন, শ্রীলঙ্কার রানের কাছাকাছি যাওয়ার সামর্থ্য আছে। প্রথম দিন শেষে কোচের কথাটা ব্যাটসম্যানরা এতোটা হাস্যকর বানিয়ে ফেলবেন, কে ভাবতে পেরেছিল? ভুলে যাওয়ার এক সেশনে চার উইকেট হারিয়ে বাংলাদেশ এর মধ্যেই পড়েছে ফলো অনের শঙ্কায়। একটাই সান্ত্বনা, আশার আলো হয়ে এখনো টিকে আছেন মুশফিকুর রহিম।

    সেই বিপর্যয়ে কৃতিত্বটা যতটা শ্রীলঙ্কার বোলারদের, তার চেয়েও বেশি দায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। গলের উইকেটে এমন কোনো জুজু ছিল না। শ্রীলঙ্কার বোলাররা পরিকল্পনামাফিক বল করেছেন, আর তাদের পাতা ফাঁদেই পা দিয়েছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল সৌম্য সরকারকে দিয়ে। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করার পর লাকমলকে পুল করতে গয়ে অলস এক শটে ক্যাচ তুলে দিয়েছেন ফাইন লেগে।

    সাকিব এসে তাঁর স্বভাবসুলভ আগ্রাসী খেলাই খেলতে শুরু করেছিলেন। অন্য প্রান্তে মুশফিক ছিলেন সতর্ক, দেখতে দেখতেই সতীর্থকে ছাড়িয়ে যান সাকিব। মিসটাইমের পুলে একটা ছয়ও পেয়ে গিয়েছিলেন। কিন্তু ধৈর্য্য হারানোরই মাশুল দিতে হয় পরে। সান্দাকানের লেগ স্টাম্পের বাইরে গুগগিটা তাড়া করতে গিয়ে ব্যাটে লাগান সাকিব। উইকেটের পেছনে তড়িৎ ক্ষিপ্রতায় ক্যাচটা নিয়েছেন ডিকওয়েলা। অনেকটা তামিমের আউটটাই যেন মঞ্চস্থ হলো এবারও।

    মাহমুদউল্লাহর উইকেটটাই শুধু বোলারের কৃতিত্ব বেশি। লাহিরুর কুমারার গুড লেংথে আসা বলে পেসে পরাস্ত হয়ে ছত্রখান হয়ে যায় মাহমুদউল্লাহর স্টাম্প। টেস্টে ছয়ে নেমেও ব্যর্থ হলেন মাহমুদউল্লাহ।

    লিটন দাশও এরপর বেশিক্ষণ থাকেননি। এবারও অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে হেরাথের বলে সহজ ক্যাচ তুলে দেন স্লিপে। মাত্র ৬৫ রানেই শেষ ৫ উইকেট উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরে মিরাজও ফিরে যেতে পারতেন, কিন্তু স্লিপে সান্দাকানের বলে তাঁর ক্যাচ রাখতে পারেননি গুনারত্নে। বাংলাদেশ ফলো অন এড়াতে পারবে কি না, সেটা নির্ভর করছে হয়তো মিরাজ-মুশফিকের ওপরেই।