গলের কালো মেঘ বাংলাদেশের আকাশেও
তৃতীয় দিন, ২য় সেশন শেষে সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৩১২ (মুশফিক ৮৫, সৌম্য ৭১, মিরাজ ৪১, পেরেরা ৩-৫৩)
শ্রীলঙ্কা ৪৯৪
গলের আকাশে কালো মেঘ। চা-বিরতি তাই এগিয়ে আনা হলো। কালো মেঘ তো জমেছে বাংলাদেশের ইনিংসেও। আশার আলো হয়ে টিকে ছিলেন মুশফিকুর রহিম, তাঁর প্রতিরোধও ভেঙ্গে গেছে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে। মূলত তাঁর ৮৫ রানের ইনিংসেই ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। পরে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ৩১২ রানেই। তবে তৃতীয় দিনে শ্রীলঙ্কা আর মাঠে নামতে পারেনি, বৃষ্টি এসে দিনের বাকি খেলা পণ্ড করে দিয়ে গেছে।
মেহেদী হাসানের সঙ্গে অধিনায়কের ১০৬ রানের জুটি আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। ৭ম উইকেটে বাংলাদেশের ৫ম সর্বোচ্চ জুটি ভেঙ্গেছে দিলরুয়ান পেরেরার বলে মেহেদী এলবিডাব্লিউ হওয়ায়। এর আগেও একবার তাঁকে আউট দিয়েছিলেন আম্পায়ার আলিম দার, তবে ইনসাইড-এজ হওয়ায় সে যাত্রায় বেঁচে যান মেহেদী।
মেহেদীর উইকেটের পরের বলেই এলবিডাব্লিউ হন তাসকিন। পেরেরার হ্যাট্রিকটা হয়নি, তবে শুভাশীষের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি আর হেরাথ। স্ট্রাইক অদল বদল করা নিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন মুশফিকও। সেই চাপ কমাতেই কিনা, হেরাথকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে হয়েছেনে বোল্ড। ক্যারিয়ারে দ্বিতীয়বার আশির ঘরে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।
গলের আকাশের মেঘ হয়তো কেটে যাবে, তবে টেস্ট ম্যাচে বাংলাদেশকে ঘিরে যে মেঘ জমছে, তা কাটাতে হলে করতে হবে অন্যরকমের কিছুই!