করুনারত্নের উইকেটই একমাত্র প্রাপ্তি
স্কোর
চতুর্থ দিন, লাঞ্চ
শ্রীলঙ্কা ৪৯৪ ও ৮৭১/ (থারাঙ্গা ৪০*, করুরারত্নে ৩২; তাসকিন ১/১২)
বাংলাদেশ ৩১২
কাল বৃষ্টির পর আজ সকালে আবার হেসেছে গলের আকাশ। তবে বাংলাদেশের বোলারদের হাসির উপলক্ষ খুব একটা আসেনি। দিমিথ করুনারত্নের উইকেটটাই চতুর্থ দিন সকালে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। চতুর্থ দিনে ৩৩ ওভারে ৮৭ রেয়ান তুলে ফেলেছে শ্রীলঙ্কা। এখনই ২৬৯ রানে এগিয়ে গেছে, হাতে আছে ৯ উইকেট। বাংলাদেশের বোলারদের সামনে বড় একটা দিনই অপেক্ষা করছে।
অবশ্য স্কোরকার্ড যেমন দেখাচ্ছে, বাংলাদেশের বোলারদের অবস্থা ততটা খারাপ ছিল না। চতুর্থ ইনিংসে দ্রুত কিছু রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেওয়াই শ্রীলঙ্কার উদ্দেশ্য হওয়ার কথা ছিল। তবে রানের চাকাটা খুব বেশি সচল করতে দেয়নি বাংলাদেশ। আঁটোসাঁটো বোলিংয়ে সেশনজুড়ে রান রেট রেখেছে তিনের নিচে।
অবশ্য করুনারত্নে ও থারাঙ্গা তেমন একটা সুযোগও দেননি। আগের চার টেস্টে শ্রীলঙ্কার ওপেনিং জুটি একবারও দশের কোটা ছাড়ায়নি। অবশেষে আজ সেটি ৫০ এর ঘর ছাড়াল। বোলাররা সবাই-ই কমবেশি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। মুস্তাফিজই বেশজি কৃপণ ছিলেন, ৫ ওভারের মধ্যে চারটিই ছিল মেডেন। রান দিয়েছেন মাত্র ১।
খোলস থেকে বেরিয়ে একটু হাতখুলে খেলতে গিয়েই সর্বনাশ হয়েছে করুনারত্নের। তাসকিনের বলে স্কয়্যার লেগের ক্যাচটা মিস করেননি মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত কুশাল মেন্ডিসকে নিয়ে থারাঙ্গা লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি।