• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    বোলিং নিয়ে আক্ষেপ নেই সাকিবের

    বোলিং নিয়ে আক্ষেপ নেই সাকিবের    

    এখন পর্যন্ত এই টেস্টে নিজের প্রতি খুব সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার শেষ উইকেটটা পেয়েছিলেন। ব্যাট হাতে নিজের স্বভাবসুলভ খেলায় ২৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়েছেন, রানও দিয়েছেন অনেক।তবে এ নিয়ে অতৃপ্তি নেই সাকিব আল হাসানের। বরং শেষ ইনিংসে ব্যাট হাতেই দলের জন্য অবদান রাখতে চান।

    গল টেস্টে এমন একটা রেকর্ডের সঙ্গী হয়েছেন, যেটা কখনোই চাননি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ১০০ রান দিয়েছেন। দুই ইনিংসেরি একশর বেশি রান দেওয়ার “কীর্তি” বাংলাদেশের হয়ে টেস্টে শুধু একজনেরই ছিল। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আবদুর রাজ্জাককে এমন রান দিতে হয়েছিল। তবে সাকিব এসব নিয়ে ভাবছেন না, তাকিয়ে আছেন শেষ ইনিংসের দিকেই, ‘উইকেট পেলে তো আরও ভাল লাগত। এতো ওভার বোলিং করলাম। আসলে সবসময় তো সবকিছু পাওয়া যাবে না। আরও একটা ইনিংস আছে। চেষ্টা করব যাতে সে ইনিংসে দলের জন্য ভালো ব্যাটিং করতে পারি।’

    সাকিবের মতো বাংলাদেশের বোলাররাও দুই ইনিংসে সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে গলের উইকেট মাথায় রেখে সাকিব বলছেন, বোলাররা তাঁদের কাজটা দারুণভাবেই করেছে, ’আমার কাছে মনে হয় সবাই খুব ভালো করেছে। এরকম উইকেটে সবাই বাড়তি চেষ্টা করেছে। টিম ম্য্যানেজমেন্টও সেটা উৎসাহ দিয়েছ। যে যার ১০০ ভাগ দিয়েছে, এটাই বড় ব্যাপার। কখনও সফল হয়েছে, কখনও হয়নি। মিরাজ তো সবসময় ভালো করেছে, ডেব্যু থেকে শুরু করে এখন পর্যন্ত ওকে খারাপ করতে দেখিনি। মুস্তাফিজও ভালো করেছে। শুধু ওরা দুজন না ,আমার মনে হয় তাসকিন-শুভাশীষও নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে।’