• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    ওই দুই আউট দুর্ভাগ্য হিসেবেই মানছেন মুশফিক

    ওই দুই আউট দুর্ভাগ্য হিসেবেই মানছেন মুশফিক    

    উইকেটের দায় নেই, সেটা মুশফিক স্পষ্ট করেই বলেছেন। স্বাভাবিক খেলা খেলেও টিকে থাকা চায়, সেটাও বলেছেন। কিন্তু প্রথম ইনিংসে সাকিবের আর দ্বিতীয় ইনিংসে নিজের আউটের কী ব্যাখ্যা দেবেন? মুশফিক ওই দুই আউটের জন্য দায়ী করলেন দুর্ভাগ্যকেই।

    দুজনের আউটটা প্রায় একই ধরনের। দুবারই বোলার সান্দাকান, দুবারই বল লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সাকিব-মুশফিক সেই বেরিয়ে যাওয়া বলেই লাগালেন খোঁচা। ডিকওয়েলা কোনোবারই সুযোগ হাতছাড়া করেননি। মুশফিক বলছেন, ওই শটে ঝুঁকি ছিল না বলেই খেলতে গিয়েছিলেন। কিন্তু ঠিকঠাক না লাগায় আউট হয়ে যান, ‘স্টাম্পের বলে শট খেলা কঠিন। রান করতে হবে বাইরের বলেই। সাকিব যেটা করতে গিয়েছিল সেটা আসলে দুর্ভাগ্য ছিল। আমার ক্ষেত্রেও একই কথা বলব। স্টাম্পের বাইরের বলে রান না করলে কখন করব? আর ওদিকে কোনো ফিল্ডারও ছিল না, দুই বা তিন রান হতেই পারত। কিন্তু বলটা ব্যাটে ঠিকমতো না লাগায় উইকেটকিপারের ক্যাচ হয়ে যায়। এই ব্যাপারটা ঠিকঠাক করার জন্য আমাদের চেষ্টা করতে হবে।’

    মুশফিক বলছেন, অনুশীলনেই নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান, ‘শেষ দুইটা সিরিজে আমাদের সুযোগ ছিল, কাজে লাগাতে পারিনি। আজ ৯৮ ওভার ব্যাটিং করা, ১০ উইকেট হাতে, এই সুযোগ লাজে লাগাতে হবে। স্কিল বা মানসিকভাবে আমাদের সামর্থ্য আছে, কিন্তু সেটার প্রতিফল হচ্ছে বা। আশা করি, মানসিকভাবে আমরা আরেকটু শক্ত হব, অনুশীলনে আমরা আরেকটু মনযোগী হব। তাহলেই এই ভুলগুলো ঠিক করা সম্ভব।’