'ফল ভিন্ন হলেই তিন পেসার নিয়ে কথা উঠতো না'
পুরো টেস্টে দুই দলের মিলিয়ে পতন হওয়া ৩৬ উইকেটের মাত্র ৮টি পেয়েছেন পেসাররা। রঙ্গনা হেরাথের স্পিনে সফরকারীরা কাবু হওয়ার আগে মেহেদী হাসান মিরাজের অফস্পিন ভুগিয়েছে স্বাগতিকদেরও। স্পিনারদের এমন দাপট দেখানোর ম্যাচে বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলতে নামার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে বড় করেই। তবে অধিনায়ক মুশফিকুর রহিম বলছেন বোলিং নয়, তাঁর দল হেরেছে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য।
দুই ইনিংসে শ্রীলংকার পড়া ১৬ উইকেটের ৬টি পেয়েছেন বাংলাদেশের তিন পেসার। প্রথম ইনিংসে মুস্তাফিজ ২টি ও তাসকিন-শুভাশিস পেয়েছেন ১টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে মুস্তাফিজ আর তাসকিন নিয়েছেন ১টি করে। তবে মুশফিক বলছেন টেস্টের ফল অন্যরকম হলেই এসব নিয়ে প্রশ্ন উঠতো না, “আজকে আমরা ড্র করলে তিন পেসার নিয়ে কোনো কথা হতো না। আমরা বোলিংয়ের জন্য হারি নি, হেরেছি ব্যাটিংয়ের জন্যই। উইকেটে এমন কোনো স্পিনও ছিল না যেটার জন্য আমাদের ভুগতে হয়েছে। প্রথম ইনিংসে আমরা বেহিসেবি ছিলাম, ব্যাটিং ভালো হয় নি। সেটাই আমাদের ব্যকফুটে ঠেলে দিয়েছিল।”
প্রথম ইনিংসে নিজের প্রথম ওভারে উপুল থারাঙ্গার স্টাম্প উড়িয়ে দেয়ার পরের বলে কুশল মেন্ডিসকে উইকেটের পিছনে ক্যাচ বানিয়েছিলেন শুভাশিস। কিন্তু ‘নো’ বলে সে যাত্রা শূন্য রানে আউট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া কুশল ফেরেন ১৯৪ করে। পেসারদের হয়ে ঢাল ধরার সময় সে প্রসঙ্গও আনলেন অধিনায়ক, “শুভাশিসের ওই ‘নো’ বলটায় আউট হলে পরে ওঁদের আরও দুয়েকটা উইকেট পড়ে যেতে পারত, তখন পরিস্থিতিটা অন্যরকম হতেই পারত। ‘নো’ বলটার মূল্য দিতে হয়েছে আমাদের। আগেও হয়েছে এমন। আমরা চেষ্টা করবো পরের টেস্টে এই ব্যাপারগুলো আরও ভালোভাবে সামাল দিতে।”