দেশে ফেরত পাঠানো হচ্ছে মাহমুদউল্লাহকে
গল টেস্টের দুই ইনিংস করেছেন ৮ এবং ০। মাহমুদউল্লাহ দল থেকে বাদ পড়তে পারেন, এমন একটা গুঞ্জন তখনই শোনা যাচ্ছিল। এবার বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ নিশ্চিত করলেন, দ্বিতীয় টেস্টের একাদশে থাকছেন না মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের শততম টেস্টের আগে দেশেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাঁকে।
সাদা পোশাকে বেশ কিছুদিন ধরেই রানের জন্য সংগ্রাম করছিলেন। গত সাত টেস্টে একবার মাত্র ফিফটি পেয়েছে। তবে হায়দরাবাদের ওই ফর্ম শ্রীলঙ্কায় এসে আর ধরে রাখতে পারেননি। মুশফিককে চারে জায়গা করে দিতে নেমে যেতে হয়েছে ছয়ে। কিন্তু সেখানেও তেমন কিছু করতে পারেননি। খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন, মাহমুদউল্লাহকে কলম্বো টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, একাদশের বাইরে থাকতে হবে বলে তাঁকে দলের সঙ্গে না রাখাটাই সমীচীন মনে করছেন তাঁরা। সেজন্য মাহমুদউল্লাহকে দেশেও ফিরে আসতে হচ্ছে। কদিন পরেই অবশ্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ। তার মানে কি তিন ফরম্যাট থেকেই বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ?
দ্বিতীয় টেস্টেই চোট কাটিয়ে ফেরার কথা ইমরুল কায়েসের। মাহমুদউল্লাহর জায়গাটা তিনি নিলে সৌম্য নেমে যেতে পারেন নিচে।