• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    মাহমুদুল্লাহকে রেখেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা

    মাহমুদুল্লাহকে রেখেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা    

    দিনভর গণমাধ্যমে শিরোনাম হয়েই ছিলেন। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ছেন, এমনটা অনুমিত ছিল। তবে টিম ম্যানেজারের তরফে মাহমুদুল্লাহকে একেবারে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার ঘোষণায় রীতিমতো ঝড়ই উঠে যায় দেশের ক্রিকেট অঙ্গনে। টেস্টে ব্যর্থতার দায়ে সীমিত ওভারের ক্রিকেট স্কোয়াড থেকেও তাঁকে কেন বাদ দেয়া হবে- এমন প্রশ্নই দিনভর ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়াগুলোয়। তবে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মাহমুদুল্লাহকে নিয়েই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

     

    মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটিতে নতুন মুখ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি আসরে দারুণ পারফর্ম করা ২৭ বছরের তরুণ এক ইনিংসে নিয়েছেন ৯ উইকেটও। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা শুভাগত হোম আবার ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে। আছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

     

    ১৬ সদস্যের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, নুরুল হাসান সোহান।