বাংলাদেশের শততম টেস্ট উদযাপন করবে শ্রীলংকা
দেখতে দেখতে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার ১৬ বছর ৪ মাস পর ১০০তম টেস্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশ। ঐতিহাসিক এই উপলক্ষে ম্যাচটিতে মুশফিকুর রহিমদের প্রতিপক্ষ শ্রীলংকার পক্ষ থেকে সফরকারী দলকে দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলোম্বোর পি সারা ওভালে কাল ম্যাচটি শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের পরিচয় পর্ব শেষে স্মারক পদক প্রদান করা হবে। এতে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আমরা এর অংশীদার হতে পেরে আনন্দিত। দল হিসেবে তাঁরা প্রতিনিয়ত উন্নতি করে চলেছে, ক্রিকেটেরও তাতে উৎকর্ষ সাধন হয়েছে। বাংলাদেশের এখন একটি পরিণত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট কাঠামো তৈরি হয়ে গেছে।”
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে এশিয়ার অন্য দুই টেস্টখেলুড়ে দেশ ভারত ও পাকিস্তানের সাথে জোরালো ভূমিকা রেখেছিল শ্রীলংকাও। তৎকালীন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সুমাথিপালা স্মরণ করছেন সে সময়ের কথা, “আমরা তখন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের জন্য ভোট দিয়েছিলাম। তখন এসিসির পক্ষ থেকে বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে আমরা ৪ জন কোচও পাঠিয়েছিলাম। সে সময় থেকেই আমরা পারস্পরিক ক্রিকেট উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে আসছি।”