• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    মাহমুদুল্লাহর বদলি বলেননি মুশফিক

    মাহমুদুল্লাহর বদলি বলেননি মুশফিক    

    দ্বিতীয় টেস্টের দল থেকে মাহমুদুল্লাহ বাদ পড়ছেন- এমনটা অনুমিতই ছিল। তবে দলের এই সিনিয়র সদস্যকে নিয়ে গতকাল দিনভর নাটকের পর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁর প্রসঙ্গটা উঠলো আলাদা করেই। প্রশ্ন ছিল তাঁর বদলি হিসেবে কে খেলবেন সে নিয়েও। মাহমুদুল্লাহর বাদ পড়ার কারণটা ‘বাজে’ পারফরম্যান্স, এমনটা জানালেও তাঁর পরিবর্তে কে খেলবেন সেটা এখনও ঠিক হয় নি বলেই বলছেন বাংলাদেশের অধিনায়ক।

     

    মাহমুদুল্লাহর বাদ পড়ার বিষয়টা স্বাভাবিকভাবেই দেখতে চান মুশফিক, “সব খেলোয়াড়রই কোনো না কোনো সময় ব্যাডপ্যাচের মধ্য দিয়ে যায়। কখনও কখনও আপনি কঠিন পরিশ্রম করেও এর থেকে বের হতে পারবেন না। তবে সে এখানেই থাকছে, ওয়ানডে স্কোয়াডে আছে। আশা করছি ওয়ানডেতে ভালো করবে।”

     

    একজন সিনিয়র খেলোয়াড়ের এভাবে হুট করে বাদ পড়াটা দলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি অধিনায়কের, “তিনি একজন সিনিয়র খেলোয়াড়, এরকম কেউ বাইরে গেলে খারাপ তো কিছুটা লাগবেই। তবে এটা তেমন প্রভাব ফেলবে না। সবচেয়ে বড় কথা, সিরিজে আমরা পিছিয়ে আছি। এখন যেই খেলুক, আমি খেলি বা অন্য কেউ খেলুক, আমাদের মনোযোগটা এখন ইতিবাচক ফলাফলের দিকেই।”

     

    তবে মাহমুদুল্লাহর বদলি কে হচ্ছেন সেটা এখনও চূড়ান্ত হয় নি- এমনটাই জানাচ্ছেন মুশফিক, “এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিই নি। এটা আগামীকালই ঠিক করবো, দলে বেশ কয়েকটি বিকল্প আছে।”

     

    দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। তবে ছন্দে থাকা তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটি ভেঙে তাঁকে খেলানো হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার তাঁর জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনল হককেও। মুশফিকুর রহিম উইকেটকিপারের দায়িত্ব ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলায় প্রথম টেস্টে বাদ পড়তে হয়েছিল সাব্বির রহমানকে। মাহমুদুল্লাহর শূন্যস্থানে দেখা যেতে পারে তাঁকে। ব্যাটিং কম্বিনেশন বিবেচনায় অভিষেক হয়ে যেতে পারে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতেরও।