• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    শততম টেস্টে বাংলাদেশের স্বপ্নের শুরু

    শততম টেস্টে বাংলাদেশের স্বপ্নের শুরু    

    স্কোর

    প্রথম দিন, লাঞ্চ

    শ্রীলঙ্কা ২৭.৪ ওভারে ৭০/৪ (চান্ডিমাল ২৭*, গুনারত্নে ১৩, থারাঙ্গা ১১; মিরাজ ২/৩২, মুস্তাফিজ ১/১১, শুভাশীষ ১/১৩)


    শততম টেস্টের সকালটা কি এর চেয়ে সুন্দর হতে পারত? দিনের প্রথম তিন ওভারে কোনো রান নেই, বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কীর্তি প্রথম। শেষ পর্যন্ত ৭০ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা, ঐতিহাসিক টেস্টের শুরুটা এর চেয়ে ভালো আর চাইতে পারতেন না মুশফিক!

    কলম্বোর পি সারা ওভালে টসে হেরে মুশফিক বলেছিলেন, সুযোগ পেলে তিনিও ব্যাটিং করতেন। এখন অবশ্য টসে হারার জন্য খুব একটা আফসোস থাকার কথা নয় তাঁর। এই মাঠে টসে হারা দল নয়বার টেস্ট জিতেছে, মুশফিকের কি সেটি মনে ছিল? এখনও সেই পথ অনেক অনেক দূর বাকি, তবে মুশফিক তা থেকে প্রেরণা নিতেই পারেন।

    সেই পথটা সবার আগে দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। সকালে শুরু থেকেই সুইং আর নিয়ন্ত্রণে সেই পুরনো মুস্তাফিজ, নিজের প্রথম তিন ওভার থেকে কোনো রান এলো না। ভাগ্য একটু পক্ষে থাকলে পেয়ে যেতে পারতেন উইকেটও। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে গিয়ে সেই সাফল্য পেলেন, এবার অবশ্য ঠিক মুস্তাফিজীয় ডেলিভারিতে নয়। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে গুনারত্নে ক্যাচ তুলে দেন গালিতে। দারুণ ক্যাচ মিরাজ এনে দেন উদযাপনের প্রথম প্রহর।

    তিন ওভার পর সেই মিরাজই মধ্যমণি। আগের টেস্টে শুরুতে জীবন পেয়ে ১৯৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। এবার মিরাজের বলটা ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়েছিলেন। কিন্তু সোজা যাওয়া বলটা দারুণ দক্ষতায় ধরে মেন্ডিসের স্টাম্পড উপড়ে ফেলেন মুশফিক। উপুল থারাঙ্গাও শুরু থেকে ছিলেন বেশ সাবধানী। একবার মুস্তাফিজের বলে আউট হয়ে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। কিন্তু মিরাজের বলে আর পার পেলেন না, অফ স্পিনারের ক্লাসিক ডেলিভারিটা খোঁচা দিয়ে ক্যাচ  দিলেন স্লিপে। সহজ ক্যাচটা হাতছাড়া করেননি সৌম্য। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে শুধু একবারই এর চেয়ে কম রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল। সেটি কলম্বোতে, ২০০৫ সালে এই পি সারা ওভালেই।

    তবে এরপর হাল ধরেছিলেন দীনেশ চান্ডিমাল এবং গুনারত্নে। চতুর্থ উইকেটে লাঞ্চ পর্যন্ত দুজন কাটিয়ে দেবন বলেই মনে হচ্ছিল। কিন্তু ২৮তম ওভারে গিয়ে আঘাত হানলেন শুভাশীষ। ভেতরে ঢোকা ফুল লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে প্যাডে লাগে গুনারত্নের। আম্পায়ারের সিদ্ধান্তের জন্যও অপেক্ষা করেননি, শুভাশীষ পেয়েছেন দিনে নিজের প্রথম উইকেট।