• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'আমরা ভালো জায়গায় বল করেই উইকেট পেয়েছি'

    'আমরা ভালো জায়গায় বল করেই উইকেট পেয়েছি'    

    শততম টেস্টের প্রথম দিন শেষে সবচেয়ে বড় প্রশ্ন, পি সারা ওভালের উইকেট দ্বিতীয় দিন থেকে কেমন আচরণ করবে? খেলা শুরুর আগে রঙ্গনা হেরাথ যখন নিঃসংশয়ে ব্যাটিং নিয়েছিলেন, উইকেটটা তখন ব্যাটিং স্বর্গই মনে হয়েছিল। কিন্তু মুস্তাফিজ, মিরাজরা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে শ্রীলঙ্কার রানের চাকা আটকে রেখেছেন। জানান দিয়েছেন, বোলারদের জন্যও কিছু একটা আছে। তবে সাব্বির রহমান বলছেন, উইকেট এখনো ব্যাটিং উপযোগীই আছে।

    আজ সকাল থেকেই দারুণ লাইন ও লেংথে বল করে গেছেন বাংলাদেশের সব বোলারই। মোসাদ্দেক ছাড়া বাকি সবারই একটা করে উইকেটও হয়ে গেছে। কিন্তু পিচ কি বোলারদের কিছুটা সাহায্য করেছে? সাব্বির কিন্তু সব কৃতিত্ব বোলারদেরই দিলেন, ‘উইকেট ভালো আছে। আমরা ভালো জায়গায় বল করেছি বলেই সাফল্য পেয়েছি।। উইকেটে আমার কাছে তেমন কিছু আছে বলে মনে হয়নি।’

    কাল সকালে বাংলাদেশের লক্ষ্যটা কী হবে, সেটাও পরিষ্কার করে বললেন, ‘আমাদের আর তিন উইকেট নিতে হবে। এর মধ্যেই সাতটা ভালো বল করে ফেলছি। কালকে আমাদের লক্ষ্য থাকবে তাড়াতাড়ি আউট করা, সম্ভব হলে এক ঘন্টার মধ্যে অলআউট করা। তাহলেই তিনশর নিচে ওদের আটকানো সম্ভব।’

    সিরিজে এই প্রথম বাংলাদেশের বোলাররা ছড়িয়ে ঘুরিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের ওপর। আগে থেকে কি কোনো পরিকল্পনা ছিল? সাব্বির জানাচ্ছেন, ‘ প্ল্যান ছিল রান কম দেওয়া, ডট বল দেওয়া। দুইটি প্ল্যানই কাজে এসেছে। আমরা ডট বল দিয়ে চাপে ফেলে ওদের উইকেট নিয়েছি। কাল আমরা রান কম দিয়ে বল ভালো জায়গায় করার চেষ্টা করব। ’

    এই টেস্টে বাংলাদেশের লক্ষ্যটাও স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘আমরা খুব ভালো পজিশনে আছি। সবাই খুব রোমাঞ্চিত, এই ম্যাচটা আমাদের জিততে হবে। এই ম্যাচ জেতাটা আমাদের আত্মবিশ্বাসের জন্যও দরকার। দলের জন্য, দেশের জন্যও সেটা ভালো হবে।’