• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    চান্ডিমালের সঙ্গে শ্রীলঙ্কার লেজেই ক্ষতবিক্ষত বাংলাদেশ

    চান্ডিমালের সঙ্গে শ্রীলঙ্কার লেজেই ক্ষতবিক্ষত বাংলাদেশ    

    স্কোর

    শ্রীলঙ্কা ১১৩.৩ ওভারে ৩৩৮ (চান্ডিমাল ১৩৮, লাকমল ৩৫; মিরাজ ৩/৯০, সাকিব ২/৮০, মুস্তাফিজ ২/৫০, শুভাশীষ ২/৫৩ )


    আগের দিন সাব্বির রহমান এসে বলে গিয়েছিলেন, সকালে এক ঘণ্টার মধ্যেই শ্রীলঙ্কাকে অলআউট করতে চায় বাংলাদেশ। কিন্তু দুই ঘন্টাতেও সেই কাজটা করতে পারল না। শেষ ৩ উইকেটে ১৪৩ রান যোগ করে শ্রীলঙ্কাও পেরিয়ে গেছে ৩০০ রান।

    হেরাথকে নিয়ে আগের দিনই সপ্তম উইকেটে বিপর্যয় সামাল দিয়েছিলেন দীনেশ চান্ডিমাল। আজ সকালেও দুজন মিলে যোগ করলেন আরও ১২ রান। শেষ পর্যন্ত স্লিপে হেরাথকে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে দীনের প্রথম উদযাপনের সুযোগ এনে দেন সাকিব। চান্ডিমাল তখন নব্বইয়ের ঘরে পাচ্ছেন সেঞ্চুরির সুবাস। সেটির জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, পেয়ে গেছেন টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি।

    লাকমলের সঙ্গে নবম উইকেটের জুটিতে চান্ডিমালই বলতে গেলে একাই করেছেন, ৫৫ রানের মধ্যে একাই তুলেছেন ৪৮ রান। এর মধ্যে একবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউটও হয়েছিলেন, আগের দিনের মতো আরও একবার বেঁচে গেছেন রিভিউ নিয়ে। তবে সুযোগ পেলেই বাজে বলকে শায়েস্তা করছিলেন। যখন মনে হচ্ছিল, বোলারদের হতাশ করে আরও অনেকক্ষণ রান করে যাবেন, তখনই মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিডউইকেটে। এই মাঠের আগে চান্ডিমালের গড় ছিল ১২, বাংলাদেশের সঙ্গে চতুর্থ সেঞ্চুরিতে সেটা অনেকটুকুই বাড়ল। শ্রীলঙ্কার রানও তার আগে পেরিয়ে গেছে ৩০০।

    কিন্তু কে জানত, বাংলাদেশের জন্য তখন আরও হতাশা অপেক্ষা করছে। চান্ডিমাল আউট হয়ে যাওয়ার পর হাত খুলে খেলতে শুরু করলেন লাকমল, মিরাজের এক ওভারে মারলেন চার ও ছয়ও। দশম উইকেটে সান্দাকানকে নিয়ে যোগ করলেন আরও ৩৩ রান। আগের দিনের ঠিক আরও ১০০ রান যোগ করার পর অলআউট হল শ্রীলঙ্কা। শুভাশীষের বলে ক্যাচ দিয়েই ৩৫ রান করে আউট হলেন লাকমল।